কৌতুক মনের কষ্টকে দূর করতে সহায়ক। আজকে পাঠকদের জন্য রয়েছে ১১টি নতুন কৌতুক। এই ১১টি নতুন কৌতুক পড়ে আনন্দ উপভোগ করুন আর আমাদের সাথে থাকুন। স্টার দিয়ে ১১টি নতুন কৌতুক নিচে দেয়া হল।
জেনে রাখা ভালো- মানুষই একমাত্র জীব যে হাঁসে। পরিমিত হাঁসি শরীরের এনার্জি বাড়ায় এটা বৈজ্ঞানিকভাবে প্রমানিত। এমনকি হরেক রকম রোগ বালাই থেকেও নিরাপদে রাখতে সহায়তা করে পরিমিত হাঁসি। তবে অট্ট্রহাঁসি, অধিক হাঁসি, অহেতুক হাঁসি বর্জন করাই ভালো। কেননা এমন হাঁসি ক্ষতি আনতে পারে আপনার মূল্যবান জীবনের। পৃথিবীতে কেবল মানুষই হাঁসে কারণ তার হাঁসার প্রয়োজন আছে।
* একবার বনের সব পশু একত্রিত হয়ে বাঘের কাছে গিয়ে প্রস্তাব দিল যে, এখন থেকে আপনার আর কষ্ট করে আমাদেরকে শিকার করতে হবে না, বরং আমরা পালাক্রমে দৈনিক একজন করে আপনার কাছে আসব। বাঘ সম্মতি দিলে সবাই ফিরে এলো এবং বাঘের কাছে প্রথমে কে যাবে এ নিয়ে সমস্যা সৃষ্টি হল। তখন একটি উপায় বের করা হল যে, প্রতিদিন সবাই একটা করে কৌতুক বলবে এবং কৌতুক শোনার পর মাত্র একজনও যদি না হাঁসে তাহলে কৌতুককারী বাঘের কাছে খাদ্য হিসেবে যাবে।
এবার কৌতুক শুরু হল। প্রথমে শিয়াল কৌতুক বলল। শিয়াল এমন মজার কৌতুক বলল যে, সব পশু হাঁসতে হাঁসতে পেটে ব্যথা জমে গেল। কিন্তু কেবলমাত্র গন্ডার হাঁসল না। এ কারণে শিয়াল বাঘের কাছে যেতে হল।
পরের দিন কৌতুক বলল বানর। বানরের কৌতুক শোনে সবাই পেটে হাত দিয়ে হাঁসতে হল। কেবল গন্ডার একটুও হাঁসল না। এই জন্য বানর বাধ্য হয়ে বাঘের খোরাক হয়ে গেল।
তিন নম্বর দিন কৌতুকের পালা আসল গাধার। গাধারতো আবার আকল কম। যখন গাধা কৌতুক বলল, শোনার পর কেউই হাঁসল না। কারণ গাধার কৌতুক একেবারে মজা লাগে নাই। হঠা দেখা গেল গন্ডারের হাঁসি। গন্ডার এমন জোরে জোরে হাঁসতে লাগল যে, তাকে থামানো যাচ্ছে না।
সকল পশু অবাক হয়ে গন্ডারকে জিজ্ঞেস করল, তুমি কি এমন মজা পেলে যে হাঁসি থামাতেই পারছ না।
গন্ডার বলল, আরে আমিতো আজকের কৌতুক শোনা হাঁসছি না। আমি হাঁসছি শিয়ালের কৌতুকের কথা মনে করে।
আমরা অনেকেই জানি গন্ডারকে আজকে কাতুকুতু দিলে ৩ দিন পর তার হাঁসি আসে। কেননা গন্ডারের চামড়া শক্ত।
নিউবাক্স হতে ফ্রি দৈনিক ২ ডলার ইনকাম করতে চাইলে ভিজিট করুন
* শিক্ষক : কিরে বল্টু, ইদানিং নাকি তুই জ্ঞানী লোকদের মতো কথাবার্তা বলিস। তা আমার একটা প্রশ্নের উত্তর দিতে পারবি?
বল্টু : বলেন স্যার, চেষ্টা করে দেখি!
শিক্ষক : এমন একটা সমস্যার কথা বল তো, যা করলেও বিপদ না করলেও বিপদ?
বল্টু : লুঙ্গিতে আগুন লাগলে!
শিক্ষক : মানে?
বল্টু : স্যার, লুঙ্গিতে আগুন লাগলে লুঙ্গি খুললেও বিপদ না খুললেও বিপদ।
শিক্ষক : ফাইজলামি করোস?
বল্টু : বিশ্বাস না করলে আপনার লুঙ্গিতে আগুন লাগাইয়া দেখেন স্যার।
* এক অফিসের কর্মচারীরা সবাই পৌছে যায় ঠিক সময়ে। বসকে বললেন তার এক বন্ধু, তোমার কর্মচারীদের কি এমন যাদু করলে দোস্ত সবাই এত সময়ানুবর্তী হয়ে উঠল। বস হাঁসতে হাঁসতে বললেন, কোনো যাদু না দোস্ত, আমার অফিসে একটা চেয়ার কম আছে। সারাদিন দাড়িয়ে থাকার ভয়ে সবাই সময়ের আগেই চলে আসে ।
* এক পাগল ডাক্তারকে প্রশ্ন করল:
পাগল:- ডাক্তার সাব, আপনি কতটুকু পড়েছেন?
ডাক্তার:- BA পড়েছি, কেন?
পাগল:- হ্যায় হ্যায় ! এতদিনে মাত্র ২ টা অক্ষর শিখেছেন, তাও আবার উল্টা।
* ভিক্ষুক ও পথিকের মধ্যে কথোপকথন:
ভিক্ষুক : দশটা টাকা ভিক্ষা দেন স্যার, চা খাব।
পথিক : চা তো পাঁচ টাকা। দশ টাকা চাও কেন?
ভিক্ষুক : বান্ধবীকে নিয়ে খাব স্যার।
পথিক : বাহ, ভিক্ষুক হয়ে আবার বান্ধবী বানিয়েছ!
ভিক্ষুক : না স্যার, বান্ধবীই আমাকে ভিক্ষুক বানিয়েছে! আমি আগে ভিক্ষুক ছিলাম না।
* তেলের দোকানে ইনকামটেক্সের লোক রেইড দিতে পারে এমন আশংকায় এক তেল ব্যবসায়ী তার কর্মচারীকে ডেকে বলল– ৩০ টিন তেল মাটির নীচে লুকিয়ে রাখতে ।
২ ঘন্টা পরে কর্মচারী এসে তেল ব্যবসায়ীকে বলল, স্যার ! ৩০ টিন তেল তো মাটির নীচে লুকিয়ে ফেলেছি, এখন তেলের খালি টিনগুলো কোথায় রাখবো!!!
* এক লোক মশার যন্ত্রনায় অস্থির, মশারী খাটিয়ে ও নিজেকে বাচাতে পারছেনা, কারন, যে কোনভাবে মশারীর ভিতর মশা ঢুকে যায়। তারপর, একদিন লোকটি একটা লেপ দিয়ে পুরো শরীরটা ঢেকে শুয়ে আছে যাতে করে আর তাকে মশা কামড়াতে না পারে । লেপের ভিতর হঠাৎ করে একটা জোনাকি পোকাকে দেখে লোকটা চিত্কার করে বলে উঠলো— বাবারে বাবা! মশা তো আমাকে টচ্ লাইট দিয়া খুজতাছে!!!
* এক বৃষ্টির দিনে মালিক তার কাজের লোককে বলছে-
মালিক : রহিম, বাগানে পানি দিতে যা।
কাজের লোক : হুজুর আজকে তো বৃষ্টি হচ্ছে।
মালিক : বৃষ্টি হলে ছাতা নিয়ে যা!
* শিক্ষকঃ এই ছেলে তুমি কতবার ফেল করেছ?
ছাত্রঃ স্যার! একবারও না।
শিক্ষকঃ তাহলে এক ক্লাসে তুমি তিন বছর ধরে কেন পড়ছ?
ছাত্রঃ স্যার পরীক্ষায় যাতে ফেল না করি, সেজন্য কোন পরীক্ষ দেইনি স্যার।
* শিক্ষক : আচ্ছা, ‘BBC’ মানে কী বল তো?
ছাত্র : বাংলাদেশ বিস্কুট কোম্পানি।
শিক্ষক : বেয়াদব! বাড়ি কোথায়?
ছাত্র : এটাও হতে পারে, স্যার।
দ্রব্যগুণ দ্বারা টোটকা ও যাদুবিদ্যা শিখতে চাইলে ভিজিট করুন
প্রতি শুক্রবারে প্রকাশ হবে