টিকে ইনকাম ডটকম এর পক্ষ থেকে সম্মানিত সকল ভিজিটরদের জানাই স্বাগতম ও আন্তরিক মোবারকবাদ। বাংলা ভাষায় মান সম্মত একটি ইসলামিক ব্লগ সাইট টিকে ইনকাম ডটকম এর সার্বিক ব্যবস্থাপনা, পরিকল্পনা ও সামগ্রীক বিষয়ের বিস্তারিত কিছু বিবরণ পাঠকদের কাছে তুলে ধরছি। দীর্ঘ ১ বছর অতিবাহিত হওয়ার পর এই সাইটটিকে নতুনভাবে সাজিয়ে-গুছিয়ে তোলার আবশ্যকতা অনুভব করছি। নিয়মিত পাঠকদের পরামর্শে আমরা ভাল মানের লেখকদের নিয়োগ দিতে চাচ্ছি।
কেননা এই সাইটে অধিকাংশ সময় ইন্টারনেটে ইনকামের সহজ পদ্ধতির টেকনিক নিয়ে আলোচিত হবে। গল্প, কৌতুক, প্রবন্ধ, শিক্ষা বা পরীক্ষা বা ইন্টারভিউ রিলেটেড তথ্যবহুল পোষ্ট থাকবে গোটা সাইট ব্যাপী। এছাড়া ইসলামিক গুরুত্বপূর্ণ বিভিন্ন আর্টিকেল প্রকাশিত হতে থাকবে সময়ে সময়ে। উন্নত মানের ইসলামিক কনটেন্ট প্রকাশিত হবে ভাল লেখক কর্তৃক। প্রত্যেক আর্টিকেলের প্রথমে কিংবা শেষে অবশ্যই লেখকের পরিচিতি ও শিক্ষাগত যোগ্যতা উল্লেখ থাকবে। যতটুকু সম্ভব সরবরাহকৃত প্রতিটি তথ্যের রেফারেন্স দেয়া হবে। আমাদের সাইটের প্রতিটি লেখকের পরিচিতি আর শিক্ষাগত যোগ্যতা, মোবাইল বা ইমেইল নম্বর লেখক পরিচিতি পর্বে তালিকা আকারে দেয়া থাকবে। একটি কনটেন্ট প্রকাশ করার পূর্বে অবশ্যই একজন দক্ষ এডিটর দ্বারা যাচাই করার পরই প্রকাশ করা হবে। এই সাইটের লেখকদেরকে মূল্যায়ন করা হবে তিনভাবে।
(এক) সাইটের এডমিন কর্তৃক নিযুক্ত বেতনধারী লেখক।
(দুই) কোনো প্রফেশনাল লেখক দ্বারা লিখিত পোষ্ট প্রকাশিত হলে লেখক সম্মানি প্রদান করা হবে। এসব লেখকদের প্রফেশনাল লেখক বলে আখ্যায়িত হবে।
(৩) নতুন উদীয়মান লেখক। যারা কনটেন্ট রাইটিং করে ইনকাম করার পেশাকে গ্রহণ করতে চাচ্ছেন। আমাদের কোম্পানি এমন লেখকদের উৎসাহিত করবে এবং সব ধরণের সহযোগিতার জন্য প্রস্তুত থাকবে।
এছাড়া এই সাইটে থাকবে স্পন্সর পোষ্টের ব্যবস্থা, থাকবে এড সেকশন, থাকবে নতুন সব সংবাদ পরিক্রমা ইত্যাদি। সময়ে সময়ে সকলের চাহিদার প্রতি শ্রদ্ধা রেখে নতুন নতুন ফিচারের ব্যবস্থাও থাকবে।
অনলাইনে ইনকাম বিষয়ক তথ্যবহুল কনটেন্ট পড়তে ভিজিট করুন
এই সাইটের একটি স্থায়ী পরিচালনা কমিটি গঠিত হবে ডিসেম্বর ২০১৯ সালের মধ্যেই। এবং উক্ত কমিটির পরিচিতি ও তালিকা সাইটে দেয়া থাকবে। সেইসাথে গঠন করা হবে সাইটের উপদেষ্টা কমিটি। প্রতিটি লেখকের আলাদাভাবে ছবিসহ প্রোফাইল থাকবে। ২৪ ঘন্টা লেখক-পাঠকদের সাপোর্ট দেয়ার জন্য একজন প্রতিনিধি সার্বক্ষণিক সহযোগিতায় নিয়োজিত থাকবে। কেউ মোবাইল করলে বা ইমেইল পাঠালে ৩০ মিনিটের মধ্যে জবাব বা সমাধান পাঠানোর ব্যবস্থা থাকবে। আশা করছি ২০১৯ সালের ডিসেম্বর মাসেই এই সব ব্যবস্থা কার্যকর হবে। সকলের দোয়া ও আন্তরিক সহযোগিতা কামনা করছি।
www.sylhet786.com ব্লগ সাইটে ভিজিট করার জন্য আহবান করা হল
টিকে ইনকাম ডট কমের জন্য লেখক আহবান
যারা আমাদের সাইটের নিয়মিত লেখক হতে ইচ্ছুক তারা অবশ্যই নিজের বায়োডাটা পাঠাবেন। যে সকল তথ্য অবশ্যই পাঠাতে হবে তা হল:
১. পুরা নাম
২. মোবাইল নম্বর
৩. ইমেইল এড্রেস
৪. পোষ্ট কোডসহ পোষ্ট অফিসের নাম
৫. উপজেলা ও জেলার নাম
৬. শিক্ষাগত যোগ্যতা।
৭. এক কপি পাসপোর্ট সাইজ ছবি।
বিশেষ দ্রষ্টব্য: যারা wordpress ভালভাবে জানেন বা seo করতে পারেন, তাদেরকে অগ্রাধিকার দেয়া হবে।
বায়োডাটা পাঠানোর ইমেইল ঠিকানা
মোবাইল করে কিংবা অন্য কোনো উপায়ে বায়োডাটা পাঠালে গ্রহণ করা হবে না। প্রার্থীদের নাম, জেলা আর মোবাইল নম্বর আমাদের সাইটে তালিকা আকারে প্রকাশ করা হবে। তারপর হালকাভাবে ইন্টারভিউ নিয়ে মূল লেখকদের সিলেক্ট করা হবে এবং সিলেক্টেড প্রার্থীদের তালিকাও প্রকাশ করা হবে ২৫ ডিসেম্বর। সাথে থাকার জন্য ধন্যবাদ।
(Third Party কর্তৃক যদি কোনো প্রার্থীর সুপারিশ করা হয় তবে এটাকে প্রার্থীর অযোগ্যতা হিসেবে গন্য করা হবে।)
মো: নজরুল ইসলাম, এডমিন, টিকে ইনকাম ডট কম।