ভাল নোট তৈরি করার সহজ কৌশল
ভাল নোট তৈরি করার সহজ কৌশল নিয়ে আজকের এই লেখা। ভাল রিজাল্টের জন্য ভাল নোট তৈরি প্রয়োজন।
রফিক পড়ালেখা করে বছরের প্রথম থেকেই, কখনই ফাঁকি দেয় না নিজেকে । তদুপরি আশানুরূপ ভাল ফলাফল অর্জনে ব্যর্থই হয় প্রতিবার। এদিকে জায়েদ লেখাপড়া করে ঠিকই কিন্তু রফিকের মতো এত বেশি পড়ালেখা করে না। তবু ভাল ফলাফলটা চলে আসে তারই ভাগ্যে। মূলতঃ জায়েদ ভাল মানের নোট তৈরি করে এবং পরীক্ষায় অপ্রাসঙ্গিক কথাগুলো এড়িয়ে চলে। অহেতুক কিছু লিখে পরীক্ষকের মেজাজ নষ্ট করে না সে।
ভাল ফলাফলের জন্য যে জিনিসটি আলা উদ্দিনের চেরাগের মতো কাজ করে তা হলো নিজের তৈরি করা তথ্য সম্বলিত নোট যা খাতায় লিখে পরীক্ষকের মন জয় করে অর্জন করে নিতে পারেন কাংখিত ভাল রেজাল্ট। ভাল নোট তৈরি করার সহজ কৌশল নিয়ে আলোচনা রয়েছে এ রচনায়।
ভাল নোট তৈরিতে প্রথম যা প্রয়োজন তা হলো ক্লাসে শিক্ষকের লেকচার মনোযোগ সহকারে শোনা, মেধাবী শিক্ষার্থীদের পরামর্শ নেয়া। সর্বোপরি বিভিন্ন রেফারেন্স বুক মনোযোগের সাথে অধ্যায়ন করা।
নোট তৈরি করার বিশেষ কিছু নিয়ম জেনে নেয়া যাক এখনই
(১) সবসময় সেরা বিষয়টি নির্বাচন করবেন। এতে বিষয়ের সাথে তাল মিলিয়ে এগোতে পারবেন লক্ষ্যের দিকে। বই এবং অধ্যায় নির্বাচন করার পর আপনার কাজ হবে ওই বিষয়ের ওপর যতটা সম্ভব সাম্প্রতিক তথ্য সংগ্রহ করা ও অপ্রাসঙ্গিক বিষয় এড়িয়ে যাওয়া।
(২) শুধুমাত্র একটি বই থেকে নোট করা চলবে না। বরং বিভিন্ন রেফারেন্স বই ঘেঁটে প্রয়োজনীয় তথ্য উপাত্ত সংগ্রহ করা। নোট করতে গিয়ে কোথাও আটকে গেলে বিষয়টি নিয়ে শিক্ষকের সাথে আলাপ করুন কিংবা এ বিষয়ে অত্যধিক অবহিত কোন সিনিয়র ভাইদের সাহায্য নিতে পারেন।
(৩) নোট করার জন্য আপনাকে ক্লাস করতে হবে ভালভাবে। শিক্ষকের বলে দেয়া রেফারেন্স বইও পড়তে হবে মনোযোগের সাথে। ক্লাস নোট নিতে হলে ক্লাসে রোজ যা পড়ানো হবে সেটা ক্লাস শুরুর আগেই একবার পড়ে নিতে হবে। এর সুবিধা হলো শিক্ষক ক্লাসে লেকচার দেয়ার সময় যা বলবেন তা বইয়ে না থাকলে টের পেয়ে যাবেন আর সিদ্ধান্ত নিতে পারবেন কি লিখবেন আর কি লিখবেন না।
(৪) ক্লাসের নোটগুলো রাতে বাড়িতে বসে পড়ে ফেলবেন। বই আর ক্লাসের নোট মিলিয়ে আলোচ্য বিষয়ে পরীক্ষায় আসতে পারে এমন সব প্রশ্নের উত্তর লিখে ফেলবেন। কোথাও কোন ভুল পরিলক্ষিত হলে সেগুলো শিক্ষককে দিয়ে শুধরে নিতে হবে।
(৫) নোট তৈরির সময় মনোযোগ একান্ত কাম্য। এ সময় আড্ডা দেয়া বা গান শোনার অভ্যাস পরিত্যাগ করা দরকার। এতে মনোযোগ নষ্ট হয়। শান্ত পরিবেশে, ঠাণ্ডা মাথায় বসে লিখলে সে লেখা অবশ্যই ভাল হবে।
(৬) নোট তৈরির সময় মানসিক ও শারীরিক উভয় শক্তিরই দরকার। তাই ব্যায়াম করাটাকে লেখাপড়ার একটা অঙ্গ মনে করে নিয়মিত ব্যায়াম করতে পারলে আর সমস্যা থাকে না। অথবা পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়তে পারলেও ভাল হবে।
(৭) নোট তৈরি করা সময় সাপেক্ষ ব্যাপার। বিধায় ভাল নোট তৈরি করতে প্রয়োজন ধৈর্য্যধারণ ক্ষমতা।
(৮) যে বিষয়ে নোট করতে চান, এই বিষয়টি প্রথমে কয়েকবার মনোযোগসহকারে পড়ে ফেলুন আর বিষয়বস্তুটি রপ্ত করে নিজের ভাষায় তৈরি করুন কাংখিত নোটটি। অনলাইনে ইনকাম করার সহজ পদ্ধতি জানতে ভিজিট করুন
ক্লাস নোট তৈরি করার সময় যা কিছু লক্ষণীয়
⇒ কোন বিষয় যদি জটিল মনে হয়, ক্লাসে জিজ্ঞেস করতে সঙ্কোচ লাগে তা হলে বিষয়টির নিচে আন্ডার লাইন করে রাখুন আর ক্লাস শেষে বিষয়টি শিক্ষকের সাথে আলোচনা করে নিন।
⇒ দ্রুত লেকচার দেয়ার কারণে পুরো লেকচারটি লেখা সম্ভবও নয়। কাজেই শুধু মূল পয়েন্টগুলো টুকবেন, পুরো বাক্য লিখতে যাবেন না।
⇒ শিক্ষক যে বিষয়ের উপর লেকচার দিচ্ছেন, নোট বুকে তার হেডিং আগেই লিখে ফেলুন।
⇒ ক্লাস নোট তৈরি করার জন্য ক্লাসের ৩/৪ জন শিক্ষার্থী নিয়ে তৈরি করুন স্টাডি পার্টনার। আর ক্লাস শেষে ক্যাম্পাসের সবুজ চত্বরে বসে ক্লাস নোট বের করে মূল নোটটি তৈরি করুন।
⇒ সর্বোপরি শিক্ষকের লেকচারের কথা মনে করুন। তাঁর কাছ থেকে বিভিন্ন পরামর্শ নিন। শিক্ষকের কাছ থেকে জেনে নিন বিশেষ অংশটির ওপর কোন লেখকের বই ভাল হবে।
ভাল নোটের কিছু বৈশিষ্ট্য
১. ভাল নোটের ভাষা হবে সহজ-সরল ও প্রাঞ্জল যাতে বুঝতে কোন রকমের অসুবিধা না হয়।
২. রচনামূলক উত্তরগুলো পয়েন্ট আকারে হবে যাতে মনোযোগ অক্ষুণœ থাকে।
৩. ভাল নোটে বিষয়বস্তুর বিশ্লেষণ থাকে। ভাল নোটে সব ধরনের বাহুল্য ও অহেতুক বক্তব্য মুক্ত থাকে।
৪. ভাল নোট পাঠে আনন্দ পাওয়া যায়। পড়তে সময় লাগলেও অসুবিধা নেই।
৫. নোটগুলো এমন হবে যাতে চোখ বোলালে গোটা বিষয় পরিষ্কার হয়ে উঠে।
আপনার নোটগুলোকে ধরে নিতে পারেন জীবন বাতি হিসেবে। কারণ জ্ঞান হলো উড়ন্ত পাখির মতো, আর লেখা হলো শিকলের মতো। যখন স্মৃতি হতে জ্ঞান বিস্মৃত হয়, ফিরে আসা যায় লেখনীর পাশে।
কোন ছাত্রের পক্ষেই বইয়ের প্রতিটি লাইন হুবহু মুখস্থ করা সম্ভব নয়। আর এ জন্যই ভাল নোটের প্রয়োজন। মনে রাখবেন, একটি নোট আপনাকে পরীক্ষায় ভাল নম্বরের নিশ্চয়তা দিতে পারে। আর নোট সব সময় নিজেই করবেন। অন্যের ধার করা নোট পড়বেন না। কারণ অন্যের কাছ থেকে ধার করে যে নোটটি আপনি পড়ছেন, ওটারই ফটোকপি হয়ত আরও অনেকের কাছে আছে। কাজেই দশজন যে নোট পড়ে সে নোট পরীক্ষার খাতায় উগড়ে দিয়ে এলে পরীক্ষায় ভাল নম্বর পাওয়া যায় না। যৌন শক্তি বাড়ানোর পদ্ধতি জানতে ভিজিট করুন
যোগাযোগ: মো: নজরুল ইসলাম, ০১৭১৬-৩৮৬৯৫৮
সবাইকে ধন্যবাদ