আপনি যখন ফেসবুকে বসে লাইক সংখ্যা গণনা করছেন, তখন অন্য কেউ হয়তো ফেসবুক পেজ থেকে আয় করে নিচ্ছে হাজার হাজার ডলার। আমাদের অনেকের কাছে ফেসবুক কেবল নতুন ব্যক্তিদের সাথে পরিচয়, বন্ধুত্ব কিংবা আত্মীয়-স্বজনের সাথে সামাজিক যোগাযোগ রক্ষা করার মাধ্যম। কিন্তু এমন অনেকেই আছেন যারা ফেসবুক পেজকে কাজে লাগিয়ে আয় করছেন, ব্যবসা প্রসার করছেন। কাজেই ফেইসবুকে ৮টি আয়ের উপায় জেনে নিন এখনই।
ফেসবুক থেকে আয় করার সেরা ৮টি উপায়
ফেসবুক থেকে আয় করার অসংখ্য উপায় থেকে সেরা ১০টি উপায় নিয়ে সাজানো আজকের পোস্ট। আশা করি, এই উপায়গুলো কাজে লাগিয়ে অন্য অনেকের মত আপনিও আয় করতে পারবেন ফেসবুক থেকে।
ফেইসবুকে ৮টি আয়ের উপায় এর বিবরণ
১. ফেসবুক পেজ থেকে আয়
২. অ্যাফিলিয়েট অ্যাডভারটাইজিং এবং লিংক টাইপ অ্যাডভারটাইজিং এর মাধ্যমে আয়
৩. ফ্রিল্যান্সিং জব খুঁজে নিয়ে আয়
৪. বিভিন্ন অনলাইন কনটেস্টে যোগদান করে আয়
৫. লাভজনক ব্যবসার নিজস্ব গ্রুপ খুলে আয়
৬. ফেসবুক অ্যাপস এর মাধ্যমে আয়
৭. অ্যাকাউন্ট সেল করে আয় করুন
৮. ফেসবুক শপ খুলে আয়
অনলাইনে একদম ফ্রি ইনকাম করার কৌশল শিখতে ভিজিট করুন
কাজেই শুধুমাত্র ছবি আপলোড আর বন্ধুদের সাথে যোগাযোগ রক্ষা করাই নয়, বরং আপনি চাইলে ফেসবুককে ব্যবহার করতে পারেন আয়ের একটি অন্যতম উৎস হিসেবে। ফেসবুক থেকে আয় করার বিভিন্ন উপায় রয়েছে। একটা ফ্যানপেজ তৈরি করে সেখানে বিভিন্ন পোস্ট বিক্রি করেও আয় করা যায়। এমনকি বিভিন্ন বিজ্ঞাপন ও পণ্য বিক্রি করেও ফেসবুক থেকে আয় করতে পারেন সহজেই। আজকে থাকছে ফেইসবুকে ৮টি আয়ের উপায় এর মধ্যে কেবল পেজ তৈরি করে কিভাবে আয় করবেন তারই বিস্তারিত।
ফেসবুক পেজ তৈরি করবেন যেভাবে
প্রথমে আপনার নিজস্ব ফেসবুক আউডি থেকে একটি পেজ তৈরি করুন। এজন্য এই লিংকে ক্লিক করে পেজ তৈরি করার ভিডিওটি দেখুন। পেজ তৈরি হয়ে গেলে আপনার পেজের বিস্তারিত বিষয় পাঠকদের অবগত করুন। ভাল মানের কনটেন্ট লিখুন আর ইভেন্ট তৈরি করে সবাইকে জানিয়ে দিন।
তারপর পেজটি ভালভাবে সেটআপ করুন। যাতে আপনার পেজ সম্পর্কে সবাই অবগত হতে পারে। পেজ সেটআপ কিভাবে করবেন জানতে চাইলে এই লিংকে ক্লিক করে ভিডিওটি দেখে নিন।
ফেসবুকে ২ বিলিয়ন অ্যাকটিভ ইউজার রয়েছে। এর মানে আপনি চাইলে মুহূর্তেই এই বিপুল সংখ্যক জনগণের কাছে তুলে ধরতে পারেন আপনার ব্যবসায়িক খাতটি। পৃথিবীর যে কোন প্রান্ত থেকে যে কোন সময় যে কোন কারো কাছে পৌঁছে দিতে পারেন যে কোন ছবি, ভিডিও, বিজ্ঞাপন এবং বিক্রি করতে পারেন যে কোন পণ্য।
শেষ কথা
ফেসবুকের মতো বহুল জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যমটি এখন আর্থিকভাবে লাভবান হওয়ার জন্যই বেশি ব্যবহৃত হচ্ছে। এটার সবচেয়ে সুবিধাজনক দিক হচ্ছে এটি সর্বজনগৃহীত এবং প্রত্যেক শ্রেণির মানুষের জন্য নিজের অবস্থান ও দক্ষতা অনুযায়ী আয়ের সুযোগ এখানে অব্যহত। আগ্রহী যে কেউ নিজের মেধা ও সময়ের সঠিক ব্যবহারের মধ্য দিয়ে ফেসবুক থেকে আয় করতে পারেন সবসময়। বিশেষ করে ব্লগার এবং ইন্টারনেট মার্কেটারদের ফেসবুক পেজ থেকে সরাসরি আয় করার অনেক সুযোগ আছে। আমি উপরে কিছু উপায় তুলে ধরেছি, আপাতত: এগুলো দিয়েই শুরু করতে পারেন। আয় করার জন্য ফেইসবুকে ৮টি আয়ের উপায় থেকে যে কোনো উপায় ব্যবহার করতে পারেন।