একতার সুফল বিষয়ক আমরা অনেক গল্প পড়ে থাকব। আজকের এই গল্পে একতার গুরুত্ব ও প্রয়োজনীয়তা সম্বন্ধে আমরা জানতে পারব। একতার সুফল পেতে একে অপরের সাথে মিলে মিশে বাস করা দরকার। যারা একতার সুফল সম্পর্কে জানেন তারা অবশ্যই একতা রক্ষা করে চলেন। তাই বলা হয়ে থাকে একতাই বল। টোটকা চিকিৎসা ও যাদু বিদ্যা শিখতে ভিজিট করুন
একটি শিক্ষনীয় ছোটগল্প
মিলে-মিশে থাকার সুফল অনেক। সমাজে সবাই যদি হিংসা বিদ্বেষ পরিহার করে একত্রে মিলে মিশে চলতেন তাহলে দেশে শান্তি আর আনন্দ বিরাজ করতো সব জায়গায়। নিচের গল্প থেকে আমরা্ এই শিক্ষা পাই।
একদিন সংখ্যা ৯; সংখ্যা ৮- কে জোরে এক থাপ্পড় মারলো। তখন কাঁদতে কাঁদতে ৮ জিজ্ঞেস করলো, আমাকে মারলে কেন? ৯ বলল, আমি বড় তাই আমার অধিকার আছে মারার।
এ কথা শুনে ৮, সংখ্যা ৭- কে জোরে এক থাপ্পড় বসিয়ে দিল। ৭ যখন ওকে মারার কারণ জানতে চাইল তখন ৮ বলল, আমি বড় তাই মেরেছি!
একই অজুহাত দেখিয়ে ৭ মারলো, ৬-কে;
৬ মারলো ৫-কে;
৫ মারলো ৪-কে;
৪ মারলো ৩-কে;
৩ মারলো ২-কে;
আর ২ মারলো ১-কে!
হিসেব মত ১- এখন শূন্য (০) কে মারার কথা।
কিন্তু “১” ০ কে মারলো না, বরং সে শূন্যকে কাছে ডেকে বললো, তুই আমার ছোট ভাই। সব সময়ে আমার পাশে থাকবে। আমি চাই তোকে যেন কেউই আঘাত করতে না পারে। তখন থেকে ১ আর শূণ্য (০) মিলে ১০ (দশ) হয়ে গেলো। ১০ হয়ে যাওয়ার কারণে সব সংখ্যাই তাদের সম্মান করা শুরু করলো। কেননা, এখন তারা সবার থেকে বড়। অনলাইনে কিভাবে ইনকাম করবেন জানতে ভিজিট করুন
শিক্ষনীয়
ছোট ছোট কারণে নিজেদের মধ্যে ঝগড়া, লড়াই না করে, একসাথে মিলেমিশে থাকলে আমাদের শক্তি ও প্রভাব বহুগণ বেড়ে যাবে আর আমরা সুখে-শান্তিতে জীবন কাটাতে পারব। মানুষ মানুষের জন্য কথাটি আমরা অনেকেই জানি কিন্তু আমলে আনতে পারি না। হিংসা-বিদ্বেষ পরিহার করে এক সাথে বসবাস করলে সমাজে শান্তি ও আনন্দ ফিরে আসবে। আল্লাহ আমাদের সহায় হোক। আমীন!!!
তথ্যসূত্র: ইন্টারনেট থেকে সংগৃহীত ও পরিমার্জিত।