গল্প থেকে আমরা আনন্দ লাভ করি। নানা রকমের জ্ঞান ও শিক্ষা অর্জন করি। হৃদয় বিদারক গল্প পড়তে আমাদের সাথে থাকুন।হাজারো হৃদয় বিদারক গল্প আমাদের সাইটে দেয়া আছে। এই সাইটে রয়েছে হৃদয় বিদারক গল্প, সাধারণ গল্প, জ্ঞানমূলক গল্প, ছোট গল্পসহ আরো বিভিন্ন রকমের মজার ও মন মাতানো হাঁসির গল্প।
একটি হৃদয় বিদারক গল্প (বাবার ভালবাসা)
৭৫ বছর বয়সী এক বৃদ্ধ পিতা ও তার পুত্র বাগানের একটা বেঞ্চে বসেছিল। হঠাৎ একটি কাক এসে গাছের ডালে বসলো। পিতা ছেলেকে জিজ্ঞেস করলেন, “এটা কি?” পুত্র বলল-“এটি একটি কাক। কয়েক মিনিট পর, পিতা আবার জিজ্ঞেস করলেন, এটা কি? পুত্র বলল- আমি তো কেবলি বললাম এটা একটা কাক। একটু পর আবার পিতা জিজ্ঞেস করলেন, এটা কি? এবার পুত্র অনেকটা বিরক্ত হয়েই কর্কশ গলায় বলল, এটা একটা কাক। এবার পিতা ৪র্থ বারের মত জিজ্ঞেস করলেন এটা কি? এবার পুত্র প্রচণ্ড রেগে গেল, রাগের চোটে কাঁপতে কাঁপতে চিৎকার করে পিতাকে ধমক দিয়ে বলল, তুমি কেন বার বার আমাকে একই প্রশ্ন জিজ্ঞেস করছ? আমি তো তোমাকে বহুবার বললাম, এটা একটা কাক। এটা একটা কাক, চোখ নেই তোমার, বুঝতে পার না? টোটকা চিকিৎসা ও যাদু বিদ্যা শিখতে ভিজিট করুন
বৃদ্ধ পিতা কোন কথা না বলে হেঁটে হেঁটে চলে গেলেন। একটু পর ফিরে এলেন একটা ডায়রি সাথে নিয়ে। তিনি তার পুত্রকে বললেন এটা পড়, মনোযোগ দিয়ে পড়বে। ডায়েরিতে লেখাছিল, “আজ আমি আমার ৩ বছর বয়সী ছেলের সাথে বাগানের বেঞ্চিতে বসেছিলাম। হটাৎ একটা কাক এসে বসলো। আমার ছেলে আমাকে ২৩বার জিজ্ঞেস করল “এটা কি।? আর আমি ২৩ বারই উত্তর দিলাম “এটা একটা কাক। “প্রতিবার উত্তর দেবার সময় তাকে গভীর ভালবাসায় জড়িয়ে ধরেছি এবং আমি একটুও বিরক্ত বোধ দেখাইনি আমার নিস্পাপ ছেলেটার প্রতি।” ডায়েরির এই অংশটুকু পুত্রের চোখের কোণে একবিন্দু জল এনে দিল। ডাযয়েরিটা বন্ধ করে গভীর ভালবাসায় তার পিতাকে জড়িয়ে ধরল। আর ধরা গলায় বলল Sorry Baba. আমিতো এতো গভীরভাবে কখনো চিন্তা করিনি, আমাকে ক্ষমা করে দেন।
বাবা বললেন তুমি হয়ত জান না, তোমার জন্মের পর প্রায় ১ বছর পর্যন্ত তোমার মা নিশ্চিন্তে ঘুমাননি। আমিও ভালভাবে ঘুমাতে পারিনি। তোমার জন্মই তোমার মায়ের শারিরীক সৌন্দয্যকে, শারিরীক লাবন্যকে মলিন করে দিয়েছিল এমন কি তার দেহের স্বাস্থ্য ভেঙ্গে গিয়েছিল কিন্তু তারপরও তোমার মা হাসিমুখ করে কাটিয়েছেন, সদা সর্বদা আনন্দ করেছেন। যেদিন তুমি সন্তান পাবে সেদিন আমাদের কথা অবশ্যই তোমার স্বরণে আসবে। আমার প্রশ্ন হল সেদিন কি আমরা জীবিত থাকব বলে তুমি মনে কর? অনলাইনে কিভাবে ইনকাম করবেন জানতে ভিজিট করুন
মো: নজরুল ইসলাম, ০১৭১৬৩৮৬৯৫৮