আগেকার যুগে কাউকে মুরীদ করার আগে মুরীদের কঠিন পরীক্ষা নিতেন। মুরীদের কঠিন পরীক্ষায় উর্ত্তীণ হলে তবেই মুরীদ করা হতো। আজ এই সম্পর্কে একটি গল্প শোনাব। কাজেই বুযুর্গদের কাছে যে বা যারা মুরীদ হতে চাইত তখন বুযুর্গগণ তাদেরকে কঠিন পরীক্ষা নিয়ে তবে মুরীদ করতেন। যেমন-
এক বুযুর্গের কাছে এক ব্যক্তি মুরীদ হতে আসল। তিনি তাকে এক মারাত্মক পরীক্ষা নিলেন। তিনি বললেন, “দেখ ভাই আমি এক মুছিবতে জড়িয়ে পড়েছি। বিষয়টি গোপনীয় তাই মুরীদদের কাছে একথা বলা যাচ্ছে না। তাতে আমার প্রতি তাদের ভক্তি ও শ্রদ্ধা নষ্ট হয়ে যাবে। আর তুমি এখনও আমার মুরীদ হওনি। তাই বিষয়টি তোমার কাছে প্রকাশ করছি। এ ব্যাপারে তোমার সাহায্য দরকার। বিষয়টি হলো এই যে, আমি একটি স্ত্রীলোককে ভালবাসি। অনেক চেষ্টা-তদবীর করার পর সে ওয়াদা করেছে যে, এক রাত আমার কাছে কাটাবে। আজ সেই রাত। একটি বিশেষ সংকেত দিলেই সে বাড়ী থেকে বের হয়ে আসবে। তুমি তাকে সঙ্গে করে রাস্তা দেখিয়ে নিয়ে আসতে পারলে আমিও উপকৃত হলাম আর তোমাকে মুরীদ বানিয়ে নিলাম। তার বাড়ীর ঠিকানা হল এই।
neobux হতে একদম ফ্রিতে দৈনিক ২ ডলার ইনকাম করার সহজ পদ্ধতি জানতে চাইলে ভিজিট করুন
বুযুর্গ ভাবলেন এখন এই লোকটি চলে যাবে আর কখনো আমার কাছে মুরীদ হতে আসবে না। মনে করবে এ আবার কেমন বুযুর্গ। এতো রীতিমত একজন চরিত্রহীন ব্যক্তি! কিন্তু লোকটি নির্দেশমত সেই স্ত্রী লোককে নিয়ে হাজির হল। বুযুর্গ ভাবলেন- রাত পোহালেই লোকটিকে আর দেখা যাবে না। কিন্তু স্ত্রী লোকটির সঙ্গে রাত্রি যাপনের পর ভোর বেলায় যখন ঘর থেকে বের হলেন তখন দেখেন লোকটি চুলা জ্বালিয়ে ঘড়ায় পানি গরম করছে। তিনি জিজ্ঞেস করলেন, “কী করছ?” লোকটি বললো, “হযরত! আপনার গোছলের পানি গরম করছি।” বুযুর্গ ব্যক্তি জিজ্ঞেস করলেন, এত কিছু জানার পরও তুমি দেখছি এখনো যাওনি, তার কারণ কি?
লোকটি বলল, হুজুর আমি আপনার সম্পর্কে সব খবরা-খবর নিয়ে তবেই মরীদ হতে এসেছি, তাই আপনাকে সন্দেহ করা আমার কাজ নয় বরং আপনার আদেশ মেনে চলাই আমার আসলকাজ। আসলে এই স্ত্রী লোকটি ছিলেন বুযুর্গের বিবি। কিন্তু লোকটিকে পরীক্ষা করতে গিয়ে এত কঠিন পদ্ধতি অনুস্বরণ করতে হয়েছে। এই কঠিন পরীক্ষা টিকে থাকা বড় মুশকিল ছিল। পরীক্ষার দ্বারা বুযুর্গের সাথে লোকটির নেসবত কায়েম হয়ে গেল। এখন মুরীদ করলে তার এছলাহ দ্রুত গতিতে এগিয়ে চলবে। (আল এফাযাতুল ইয়্যাউমিয়্যাহ, খন্ড-৭, পৃষ্ঠা-১৩১)
দ্রব্যগুণ, ইউনানী চিকিৎসা, আয়ুর্বেদিক চিকিৎসা, টোটকা চিকিৎসা, কোরআনী এলাজ বা হরেক রকম তদবির, আমল, দোয়া-দূরূদ, ফাজায়েলে আমল, হাকিমী এলাজ ইত্যাদি সম্পর্কে ভালভাবে জানতে চাইলে ভিজিট করুন