আমরা সবাই ব্যবসায় সফল হওয়ার টেকনিক কি তা জানতে আগ্রহী। ব্যবসায় সফল হওয়ার টেকনিক আবিষ্কার করতে চাইলে আজকের গল্পটি পড়তে পারেন। কেউ যদি মনে করে আপনার আর্থিক অবস্থা খারাপ তাহলে সে আপনাকে সহায়তা করবে না ধার দিবে না বা সহজে বিশ্বাসও করবে না। তাই ব্যবসায় সফল হওয়ার টেকনিক হল আপনার আর্থিক করুন অবস্থা কখনো কাউকে বুঝতে না দেয়া। সর্বদা নিজেকে ভাল অবস্থাশীল হিসেবে প্রকাশ করা। এটাই ব্যবসায় সফল হওয়ার মূল টেকনিক।
ব্যবসায় সফল হওয়ার এক অভিনব টেকনিক
এক ছিলেন সফল ব্যবসায়ী । সৎ উপায়ে কঠিন পরিশ্রম করে তিনি ধনী হয়েছেন।। ব্যবসার শুরু থেকেই তার সাথে ছিল এক বিশ্বস্ত কর্মচারী । একদিন ঐ বিশ্বস্ত কর্মচারী তার মালিকের কাছে নিজে ব্যবসা করার ইচ্ছা পোষণ করল এবং তার প্রাপ্যসহ পুঁজিবাবদ তাকে কিছু টাকা সাহায্য দেয়ার আবদার করল।
কথা শুনে ব্যবসায়ী খুশী মনে বললেন, তুমি কেবল আমার অনেক দিনের বিশ্বস্ত কর্মচারীই নয় বরং আমার বন্ধুও বটে। আমি তোমাকে সাহায্য করব। ব্যবসায়ী বললেন তুমি এক কাজ কর, কালকে সকালে তোমার বাড়ি থেকে বের হয়ে একটি ব্যান্ড পার্টি নিয়ে বাজনা বাজাতে বাজাতে আমার কাছে আসবে ও সবাইকে বলবে যে, তুমি আমার কাছ থেকে পুঁজি আনতে যাচ্ছ।
অনলাইনে ফ্রি ইনকাম করার সহজ পদ্ধতি জানতে ভিজিট করুন
যেই কথা সেই কাজ। বিশ্বস্ত কর্মচারী মালিকের কথা মত কাজ করলেন। ব্যান্ড পার্টিসহ বাজনা বাজাতে বাজাতে মালিকের কাছে আসলেন। ব্যবসায়ী তাকে একটি কাপড়ের পুটলি দিলেন এবং শর্ত দিলেন যে, কর্মচারী কখনো সেই পুটলি খুলবেন না। সে যেন এই পুটলি যত্ন করে তার কাছে রেখে দেয় এবং কাল থেকে বাকীতে মাল কিনে ব্যবসা শুরু করে। ব্যবসায়ী বললেন, তুমি এখন যাও এবং মানুষকে বলতে বলতে যাও যে, মালিকের কাছ থেকে তুমি অনেক টাকা নিয়ে যাচ্ছ!
বিশ্বস্ত কর্মচারী সব কথা শুনলেন এবং সেই মোতাবেক বলতে বলতে গেলেন যে, আমি মালিকের কাছ থেকে অনেক টাকা নিয়ে এসেছি। তার পরের দিন ঘটল মজার ঘটনা, সেই কর্মচারী বাজারে যেতে না যেতেই তাকে ছোট ছোট ব্যবসায়ীগণ বাকীতে পণ্য দিয়ে দিচ্ছে, কেউ বা তার সাথে পার্টনার হতে চাচ্ছে, কেউ বা অগ্রিম টাকা দিয়ে দিচ্ছে। কারণ সবাই জানত এই কর্মচারী অনেক টাকা নিয়েই ব্যবসা শুরু করেছে কেননা তার মালিক ছিল সব থেকে বড় ব্যবসায়ী।
এভাবে সকলের সহযোগিতায় ব্যবসা শুরু করে সেই কর্মচারী অনেক টাকা পয়সার মালিক হয়ে গেলেন। একদিন তার মনে হল তার মালিকের কাছ থেকে আনা পুটলিটা কোনো কাজেই আসল না, তাই সেটি খুলে দেখার ইচ্ছা হল। এই ভেবে সে যখন পুটলি খুলল আর দেখল পুটলিতে শুধু ১০ পয়সা রাখা আছে।
মালিকের এই কান্ডে সদ্য ধনী হওয়া কর্মচারী ব্যক্তির রাগ হল এবং তার মালিকের কাছে গেল এবং জিজ্ঞেস করল কেন তাকে মাত্র ১০ পয়সা দিয়ে অপমান করা হয়েছিল। মালিক বললেন তোমাকে যা দিয়েছিলাম ওইটাই তোমার পাওনা ছিল, তোমার মন না নিতে চাইলে আমাকে ফিরিয়ে দাও। এই কথা শুনে কর্মচারী বললেন এই নিন আপনার ১০ পয়সা।
মালিক জিজ্ঞেস করলেন আমি তোমাকে এভাবে দিয়েছিলাম? তুমি কালকে সকালে তোমার বাড়ি থেকে ব্যান্ড পার্টি বাজাতে বাজাতে টাকা ফেরত দিয়ে যাবে এবং মুখে বলবে মালিকের দেওয়া টাকা ফেরত দিতে যাচ্ছি। লোকটি তা-ই করল।
তারপর থেকে ঘটতে থাকে কিছু অদ্ভুত ঘটনা। এখন কেউ তাকে আর বাকিতে মালামাল দিচ্ছে না, কেউ তাকে আর ভরসা করতে পারছে না। ফলে অচিরেই সে আবার আগের মত দরিদ্র হয়ে গেল।
পরে একদিন তার মালিকের সাথে দেখা হলে মালিক বললেন আমি তোমাকে যা দিয়েছিলাম সেটা হচ্ছে সুনাম বা Goodwill যা তুমি ধরে রাখতে পারলে না।
সহবাসে সক্ষমতা অর্জন করার বিভিন্ন পদ্ধতি জানতে ভিজিট করুন
তথ্যসূত্র: ইন্টারনেট থেকে।