ফ্রি Training ক্যাম্পেইন ২০২০ এ সবাইকে স্বাগতম। অনলাইনে ইনকামকারীদের জন্য সুখবর। আমরা ২০২০ সালের শুরুতেই শুরু করতে যাচ্ছি ফ্রি Training ক্যাম্পেইন ২০২০। সকলের অংশগ্রহণের আহবান রইল। তাই অংশগ্রহণকারীদের সবাইকে যোগাযোগ করতে বলা হচ্ছে।
প্রত্যেক বছরের ন্যায় এবারও আমরা অনলাইনে ট্রেইনিং এর ব্যবস্থা করেছি। এতে থাকবে-
১. Youtube এ একাউন্ট করবেন কিভাবে আর Youtube থেকে ফ্রি ইনকাম করার সহজ কৌশল। এছাড়া কিভাবে ভিডিও বানাবেন, আপলোড করবেন, কিভাবে মার্কেটিং করবেন তার-ই বিস্তারিত।
২. Website থেকে ফ্রি ইনকাম করার সহজ কৌশল। এই অংশে থাকবে Website তৈরি করার পদ্ধতি, domain, hosting কি, কোথা থেকে কম দামে ভাল মানের domain, hosting কিনবেন এই সকল বিষয়ের বিস্তারিত আলোচনা।
৩. Google adsense কি এবং Google adsense থেকে আয় করবেন কিভাবে? কিভাবে Google adsense এ একাউন্ট খুলবেন আর কেমন করে Google adsense একাউন্টটি ভেরিফাই করাবেন এ সব বিষয়।
৪. FaceBook Page তৈরি করবেন কিভাবে এবং faceBook page monetization করার নিয়ম-পদ্ধতি। কি করে একটি ভাল মানের business facebook page সেটআপ করবেন।
৫. Blog কি, কিভাবে একটি উন্নতমানের ব্লগ তৈরি করবেন এবং এই ব্লগ থেকে মাসে কত টাকা earn করতে পারবেন। বর্তমানে বাংলাদেশে কারা ব্লগিং করে ইনকাম করছের তাদের নাম ও মোবাইল নম্বার জানিয়ে দেয়া হবে যাতে পাঠকরা আয়ের সঠিক দিক নির্দেশনা পান। এছাড়া এই ফ্রি Training ক্যাম্পেইন এ বাংলাদেশে যারা অনলাইন থেকে মোটা অংকের টাকা আয় করছেন তাদের তালিকা আর পরিচয় তুলে ধরা হবে। এ ব্যাপারে সরকারের কি মন্তব্য, সরকার এ ব্যাপারে কেমন সহযোগিতা করছে থাকবে এ সবের detail আলোচনা।
free Training Event 2020
সময়: ১৪ দিন (৫ জানুয়ারি থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত)।
বিষয়: FaceBook থেকে টাকা আয় করার সহজ কৌশল বা পদ্ধতি।
কিভাবে FaceBook থেকে টাকা আয় করা যায় বাংলায় ভিডিওসহ সম্পূর্ণ Tutorial থাকবে আমাদের এই Training Event এ। কাজেই চোখ রাখুন আমাদের এই Event course এ। এছাড়া ভিডিও দেখতে চাইলে ভিজিট করুন
বাংলাদেশ থেকে FaceBook Page তৈরি করে কিভাবে বিশাল টাকা আয় করা যায় আমরা তা অতি সহজভাবে আমাদের সদস্যদের মধ্যে বিনামূল্যে Training এর ব্যবস্থা করেছি। যারা আমাদের এই Training নিতে চাইবেন অবশ্যই নাম তালিকাভুক্ত করে নিতে হবে। আমাদের এই ১৪ দিনের Training এ ১৩ বছর হতে ৬৫ বছর বয়সী সকলেই অংশ নিতে পারবেন।
যারা Training এ অংশ নিবেন নিচের লিংকে ক্লিক করে একটি Massage লিখে পাঠিয়ে দিবেন। অথবা মেসেজ করে পাঠিয়ে দিবেন nazruld@yahoo.com ইমেইলে। তাহলে আপনার নাম তালিকাভুক্ত হবে।
নিচের লিংকে ভিজিট করে subscribe করে রাখবেন :
ইসলামী কিতাব, কোরআনী এলাজ, ইউনানী চিকিৎসা, হাজার বছরের পুরাতন আয়ুর্বেদিক চিকিৎসা সম্পর্কে জানতে, হামদর্দ ও হার্বাল চিকিৎসার সঠিক পদ্ধতি জানতে, কোরআনী আমল, তদবির, দোয়া-দূরূদ, ওজিফা, বিভিন্ন রকমের খতমের নিয়ম শিখতে, দ্রব্যগুণ, টোটকা, মিশরীয় যাদুবিদ্যা শিখতে, উলুক যাদু টোটকা, প্রাণীগুণ বা জৈবগুণ শিখতে, সব ধরণের আশা পূরণের আমল, খতম, খতমে খাজেগান পড়ার নিয়ম ও ফজিলত জানতে ভিজিট করুন বাংলাদেশী ব্লগসাইট সহজ বাংলায় লেখা সিলেট৭৮৬ ডট কমে। এখানে ক্লিক করে ভিজিট করুন
সর্বদা Update নিউজ পেতে চাইলে আমাদের FaceBook Page এ লাইক দিয়ে রাখেন।
আমাদের FaceBook Pageটি উপরে বাম দিকে দেখতে পাবেন। অথবা নিচের লিংকে ক্লিক করে লাইক দেন।
সরাসরি যোগাযোগ করতে চাইলে: মো: নজরুল ইসলাম, ০১৭১৬-৩৮৬৯৫৮, ইমেইল: nazruld@yahoo.com
neobux থেকে একদম ফ্রিতে দৈনিক ২ ডলার ইনকাম করতে চাইলে ভিজিট করুন