মানুষের চরিত্রের কতিপয় খারাপ দিক রয়েছে। এই খারাপ দিকগুলো তার জীবনে বহুরকম বিপদ আনয়ন করে। কাজেই চরিত্রের কতিপয় খারাপ দিক সম্পর্কে জেনে রাখা আবশ্যক।
১) দ্রুত রাগ করা
২) অতিরিক্ত বকাঝকা করা ও অপরের দোষ ধরা
৩) অহংকার করা
৪) ব্যবহারে কঠোরতা ও রূঢ়তা প্রকাশ করা
৫) মানুষকে তুচ্ছ-তাচ্ছিল্য করা
৬) গীবত তথা কারো অসাক্ষাতে তার সমালোচনা করা
৭) মানুষের দোষ খুঁজে বেড়ানো বা কারো পেছনে লেগে থাকা
৮) গোপনীয়তা প্রকাশ করে দেয়া
৯) মানুষের হঠাৎ ঘটে যাওয়া ভুল ক্ষমা না করা
১০) হিংসা-বিদ্বেষ রাখা
অনলাইনে ইনকাম করার পদ্ধতি জানতে ভিজিট করুন
১১) কৃপণতা করা
১২) স্ত্রীর সাথে অশালীন আচরণ করা
১৩) কাজের লোক বা কর্মচারীদের সাথে খারাপ আচরণ করা
১৪) প্রতিবেশীর সাথে খারাপ আচরণ করা
১৫) যে উপকার করল তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ না করা
১৬) লজ্জাহীনতা
১৭) কু-রুচিপূর্ণ ও নোংরা ভাষা ব্যবহার করা
১৮) উপকার করে খোটা দেয়া
১৯) নির্দোষ মানুষকে অপমান করা
২০) মানুষের অসুবিধার কথা মেনে না নেয়া বা ওজর গ্রহন না করা
২১) অযথা ঝগড়া, চিৎকার ও চেঁচামেচি করা
২২) মানুষের সুন্দর নাম বাদ দিয়ে খারাপ নামে ডাকা
উপরে বর্ণিত খারাপ দিকগুলো পরিহার করতে পারলে একজন মানুষের অবশ্যই উপকার হবে। সমাজে শান্তি ফিরে আসবে। চারিদিকে শান্তি আর শান্তি বিরাজ করবে। কথায় আছে দ্রত রাগ করা সহজ কিন্তু এটা খারাপ লোকের বৈশিষ্ট্য। আর ক্ষমা করা অত্যন্ত কঠিন কাজ কিন্তু এটা খুবই ভাল লোকের বৈশিষ্ট্য। আমরা যদি ইসলামের দেয়া আইন-কানুন, নিয়মাবলি মেনে চলি তাহলে কখনো পথ হারা হব না বা অকল্যান আসবে না। আল্লাহ তা’য়ালা আমাদের সবাইকে সরল-সঠিক পথে চালিত করুক, আমীন।