ত্রৈমাসিক কুইজ প্রতিযোগিতা ২০২০ এর প্রশ্নগুলো তিন পর্বে প্রকাশিত হবে। প্রথম পর্ব দেয়া হবে মার্চ মাসে যাতে থাকবে ৪০টি প্রশ্ন। দ্বিতীয় পর্ব প্রকাশ হবে এপ্রিল মাসে যাতে প্রশ্ন থাকবে ৩০টি। তৃতীয় পর্ব দেয়া হবে মে মাসে যাতে প্রশ্ন থাকবে ৩০টি।
মার্চ মাসের ৪০টি+এপ্রিল মাসের ৩০টি+মে মাসের ৩০টি মিলে মোট প্রশ্ন থাকবে ১০০টি। মার্কস থাকবে মোট ১০০ নম্বর। ভুল উত্তরের জন্য ০.৫০ মার্ক কাটা হবে। কোনো প্রতিযোগির মাকর্স সমান হয়ে গেলে লটারির মাধ্যমে তাদের মধ্যে ফয়সালা করা হবে।
প্রতি মাসের প্রকাশিত প্রশ্নের উত্তর পাঠানোর শেষ তারিখ হবে ঐ মাসের শেষ দিন, রাত ১২টার আগে। মাস শেষ হয়ে গেলে কারো উত্তরপত্র জমা নেয়া হবে না।
যেহেতু প্রথম পর্ব মার্চ মাসে শুরু হবে তাই প্রতিযোগীদের সবাইকে মার্চ মাস পর্যন্ত অপেক্ষা করতে হবে। তবে মার্চ মাসের পূর্বে আমাদের সকল প্রস্তুতি সম্পন্ন হয়ে গেলে উল্লেখিত সময়ের আগেও প্রতিযোগিতা শুরু করা যেতে পারে।
এই প্রতিযোগিতার পরিচালনা কমিটি, তাদের নামের লিষ্ট ও মোবাইল নম্বর সময়ের পূর্বেই সাইটে জানিয়ে দেয়া হবে। এছাড়া আনুষাঙ্গিক প্রয়োজনীয় তথ্যাদি সময়ে সময়ে আপডেট করা হবে। সবাইকে সাথে থাকার জন্য অনুরোধ করা যাচ্ছে।
বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ: প্রশ্ন তৈরির কাজ চলছে। সম্ভব হলে সময় আসার আগেও প্রতিযোগিতা শুরু করা হতে পারে। ভাল থাকুন এবং tkincome ডট কমের সাথে থাকুন। আর অপেক্ষা করার জন্য সবাইকে ধন্যবাদ।
মার্চ মাসের ৪০টি প্রশ্নের উত্তর পাঠানোর শেষ তারিখ-
৩১ মার্চ- ২০১৯ ইং
ত্রৈমাসিক কুইজ প্রতিযোগিতা ২০২০ এর ব্যাপারে আরো বিস্তারিত জানতে চাইলে এখনই ভিজিট করুন
ইসলামী কিতাব, কোরআনী এলাজ, ইউনানী চিকিৎসা, হাজার বছরের পুরাতন আয়ুর্বেদিক চিকিৎসা সম্পর্কে জানতে, হামদর্দ ও হার্বাল চিকিৎসার সঠিক পদ্ধতি জানতে, কোরআনী আমল, তদবির, দোয়া-দূরূদ, ওজিফা, বিভিন্ন রকমের খতমের নিয়ম শিখতে, দ্রব্যগুণ, টোটকা, মিশরীয় যাদুবিদ্যা শিখতে, উলুক যাদু টোটকা, প্রাণীগুণ বা জৈবগুণ শিখতে, সব ধরণের আশা পূরণের আমল, খতম, খতমে খাজেগান পড়ার নিয়ম ও ফজিলত জানতে ভিজিট করুন বাংলাদেশী ব্লগসাইট সহজ বাংলায় লেখা সিলেট৭৮৬ ডট কমে। এখানে ক্লিক করে ভিজিট করুন
প্রয়োজনে যোগাযোগ করবেন
মো: নজরুল ইসলাম ০১৭১৬-৩৮৬৯৫৮, ইমেইল: nazruld@yahoo.com