আমরা অনেকেই কনফিউজিং প্রশ্নের উত্তর জানতে আগ্রহী। কিন্তু নির্ভুলভাবে কেউ কনফিউজিং প্রশ্নের উত্তর কোনো ওয়েব সাইটে প্রকাশ করতে পারছেন না। এর জন্য অনেক বেশি পড়ালেখা করতে হয়। আমরা প্রচুর পরিশ্রম করে tkincome ডট কমের পাঠকদের জন্য বিভিন্ন ইন্টারভিউয়ের কথা মাথায় রেখে কনফিউজিং প্রশ্নের উত্তর শিরোনামে একটি লিখা প্রকাশ করলাম। আশা করি এই কনফিউজিং প্রশ্নের উত্তর পাঠক মহলে সমাদৃত হবে। অনলাইনে ফ্রি ইনকাম করার সহজ পদ্ধতি জানতে ভিজিট করুন
সাধারণ জ্ঞান বাংলাদেশ ও আর্ন্তজাতিক বিষয়াবলিতে এমন কিছু প্রশ্ন থাকে যেগুলোর উত্তর অনেকটা সন্দেহযুক্ত বা কনফিউজিং। যেহেতু বিসিএস পরীক্ষায় ভুল উত্তরের জন্য মার্কস কাটা যাবার বিধান রয়েছে, সেহেতু কনফিউজিং প্রশ্নাবলি জানতে হবে আরো ভালোভাবে। কারণ কিছু কিছু তথ্য এমন আছে যেগুলো পরীক্ষার্থীদের মারাত্বক দোটানায় ফেলে দেয়। মনে হয় এটাও সঠিক, ওটাও সঠিক। এ বিষয়টি মাথায় রেখে এ রকম কিছু কনফিউজিং প্রশ্ন ও তাদের সঠিক উত্তর বাছাই করে আলোচনা করা হলো এই পোষ্টে।
বেশ কিছু গুরুত্বপূর্ণ কনফিউজিং প্রশ্নের সঠিক উত্তর নিচে দেয়া হল-
প্রশ্ন: আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো একুশে ফেব্রূয়ারি, গানটির সুরকার কে? এ প্রশ্নের উত্তরে আব্দুল লতিফ ও আলতাব মাহমুদের নাম শোনা যায়। কোনটি সঠিক?
সঠিক উত্তর: দু’টি উত্তরই সঠিক। কারণ গানটির প্রথম সুরকার আব্দুল লতিফ আর বর্তমানে যে সুরে গানটি গাওয়া হয় এর সুরকার আলতাব মাহমুদ।
প্রশ্ন: বাংলাদেশের জাতীয় সংগীত হিসেবে ‘আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি’ কবে গৃহীত হয়। এ প্রশ্নের উত্তরে ৩ মার্চ ১৯৭১ ও ৭ মার্চ ১৯৭১ এই দু’ধরনের তথ্য পাওয়া যায়। কেনটি সঠিক?
সঠিক উত্তর: কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ‘আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি’- কবিতার প্রথম ১০টি চরণ জাতীয় সংগীত হিসেবে স্বাধীনতার ঘোষণাপত্রে গ্রহন করা হয় ৩ মার্চ ১৯৭১সালে। আর একটি আনুষ্ঠানিকভাবে- জাতীয় সংগীত হিসেবে গাওয়া হয় ৭ মার্চ ১৯৭১ সালে রেসকোর্স ময়দানে।
প্রশ্ন: বাংলা ব্যাকরণ প্রথম কে রচনা করেন? এ প্রশ্নের উত্তরে কোথাও রাজা রামমোহন রায় আবার কোথাও এনবি হেলহেড পাওয়া যায়। আসলে কোনটি সঠিক?
সঠিক উত্তর: এনবি হেলহেড ‘A Grammar of the Bangla Language’ নামে বাংলা ব্যাকরণ রচনা করেন ১৭৭৮ সালে। এটি প্রথম বাংলা ব্যাকরণ হলেও তা ছিল ইংরেজি ভাষায় রচিত। অন্যদিকে বাংলা ভাষায় প্রথম বাংলা ব্যাকরণ রচনা করেন রাজা রামমোহন রায়।
প্রশ্ন: কাজী নজরুল ইসলাম কোন কাব্যগ্রন্থ রচনার ফলে কাবাবরণ করেন? এর উত্তরে প্রলয় শিখা, আনন্দময়ীর আগমনে ও রাজবন্দীর জবানবন্দী ইত্যাদি উত্তর পাওয়া যায়। আসলে কোনটি সঠিক?
সঠিক উত্তর: সঠিক উত্তর হবে ‘প্রলয় শিখা’।‘প্রলয় শিখা’ কাব্যগ্রন্থে রাজদ্রোহীমূলক কবিতা থাকার অভিযোগে রাজদ্রোহী মামলায় তাঁকে ছয় মাসের কারাদন্ড প্রদান করা হয়। ‘আনন্দময়ীর আগমনে’ হল একটি কবিতা কাব্যগ্রন্থ নয়। এটা রচনার জন্যও কবিকে এক বছর কারাদন্ড প্রদান করা হয়। আর ‘রাজবন্দীর জবানবন্দী’ কারাগারে রচনা করে আদালতে পাঠ করে শুনানো হয়।
প্রশ্ন: সবচেয়ে বেশি দেশের অবস্থান কোন সাগরের তীরে? এ প্রশ্নে বাল্টিক সাগর ও ভূমধ্যসাগর এ দু’ধরনের তথ্য পাওয়া যায়। কোনটি সঠিক?
সঠিক উত্তর: সঠিক উত্তর হবে ভূমধ্যসাগর। কারণ ভূমধ্যসাগরের তীরে ১৯টি দেশ অবস্থিত। দেশগুলো হল- স্পেন, অ্যান্ডারা, ফ্রান্স, ইতালি, স্লোভেনিয়া, ক্রোয়েশিয়া, বসনিয়া, আলবেনিয়া, গ্রিস, তুরস্ক, সাইপ্রাস, সিরিয়া, লেবানন, ইসরাইল, লিবিয়া, তিউনিশিয়া, আলজেরিয়া ও মরক্কো। পক্ষান্তরে বাল্টিক সাগরের তীরে রয়েছে ৯টি দেশ। দেশগুলো হল- সুইডেন, ফিনল্যান্ড, রাশিয়া, এস্তেনিয়া, লাটভিয়া, লিথুনিয়া, পোল্যান্ড, জার্মানি ও ডেনর্মাক।
প্রশ্ন: জেনেভা কনভেনশন কবে সম্পাদিত হয় প্রশ্নে ১৯৪৯ ও ১৯৫৪ সাল, এ দু’ ধরনের তথ্য পাওয়া যায়। কোনটি সঠিক?
সঠিক উত্তর: ‘জেনেভা কনভেনশন’ নামে খ্যাত আর্ন্তজাতিক চুক্তিটি স্বাক্ষরিত হয় ১৯৪৯ সালের ১২ আগষ্ট। অন্যদিকে ১৯৫৪ সালের ২০ জুলাই জেনেভায় আরেকটি চুক্তি স্বাক্ষরিত হয়, যা ‘জেনেভা কনভেনশন’ নয় ‘জেনেভা চুক্তি’ নামে পরিচিত। তাই সঠিক উত্তর হচ্ছে ‘জেনেভা কনভেনশন’ স্বাক্ষরিত হয় ১৯৪৯ সালে।
প্রশ্ন: ওয়াল স্ট্রিট কোথায় অবস্থিত? এ প্রসঙ্গে নিউইয়র্ক ও লন্ডন এ দু’ধরনের তথ্য পাওয়া যায়। আসলে কোনটি সঠিক?
সঠিক উত্তর: ওয়াল স্ট্রিট লন্ডনে নয়, মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থিত। এটি শেয়ার বাজারের জন্য বিখ্যাত স্থান। আর লন্ডনে অবস্থিত হল ‘ফ্লিট স্ট্রিট’।
প্রশ্ন: বিশ্বে সর্বপ্রথম কবে ও কোন দেশে সর্বজনীন ভোটাধিকার প্রবর্তিত হয়? এ প্রশ্নে ১৮০০ সালে ফ্রান্সে এবং ১৮১০ সালে জার্মানিতে এ ধরনের তথ্যবিভ্রাট দেখা যায়। কাজেই বস্তুনিষ্ঠ তথ্য কোনটি?
সঠিক উত্তর: জাতি-ধর্ম-বর্ণ ও নরনারী নির্বিশেষে দেশের সব প্রাপ্তবয়স্ক নাগরিকের স্বাধীনভাবে ভোট দানের অধিকারকেই বলে সর্বজনীন ভোটাধিকার। ফরাসি বিপবের ফলশ্রূতিতে ১৭৯১ সালে ফ্রান্সে সর্বপ্রথম সর্বজনীন ভোটাধিকার প্রবর্তিত হয়। অত:পর ১৮৭১ সালে জার্মানিতে, ১৮৯০ সালে স্পেন এবং ১৯২৮ সালে ইংল্যান্ডে সর্বজনীন ভোটাধিকার প্রবর্তিত হয়।
প্রশ্ন: রোডেশিয়া কোন দেশের পূর্ব নাম? জিম্বাবুয়ে না জাম্বিয়ার?
সঠিক উত্তর: রোডেশিয়া মূলত জিম্বাবুয়ে ও জাম্বিয়া দু’টো দেশরেই পূর্ব নাম। অবশ্য রোডেশিয়া ছিল দু’ভাগে বিভক্ত। উত্তর রোডেশিয়া ও দক্ষিণ রোডেশিয়া। অর্থাৎ জাম্বিয়ার পূর্ব নাম ছিল উত্তর রোডেশিয়া এবং জিম্বাবুয়ের পূর্ব নাম ছিল দক্ষিণ রোডেশিয়া।
প্রশ্ন: ভারতীয় উপমহাদেশে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান ঘটে কবে? এ প্রশ্নের উত্তরে ১৮৫৮ ও ১৯৪৭ সাল এ দু’ধরনের তথ্য পাওয়া যায়। কোনটি সঠিক।
সঠিক উত্তর: সঠিক উত্তর হবে ১৮৫৮। কেননা ১৮৫৮ সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান ঘটিয়ে সরাসরি ইংরেজরা ভারতীয় উপমহাদেশে শাসনের দায়িত্ব গ্রহণ করে। তবে ভারত উপমহাদেশে ব্রিটিশ শাসনের অবসান ঘটে ১৯৪৭ সালে।
প্রশ্ন: অক্সিজেন আবিষ্কার করেন কে? এর উত্তরে শীলে, লবোয়াজিয়ে, প্রিস্টলি এই তিনজন বিজ্ঞানীর নাম শোনা যায়। কোনটি সঠিক?
সঠিক উত্তর: অক্সিজেন আবিষ্কার করেন বিজ্ঞানী জোসেফ প্রিস্টিলি (১৭৭৪ সালে) । ফরাসি বিজ্ঞানী লাবোয়াজিয়ে এই গ্যাসের নামকরণ করেন।
প্রশ্ন: বাংলাদেশে প্রবাহিত আন্তর্জাতিক নদীর সংখ্যা কয়টি? কোনো সূত্রে ৫৮টি এবং অন্যসূত্রে ৫৬টি। সঠিক কোনটি?
সঠিক উত্তর: কোনটিই সঠিক নয়। প্রকৃতপক্ষে বাংলাদেশে প্রবাহিত আন্তর্জাতিক নদীর সংখ্যা ৫৭টি। ৫৪টির উৎপত্তিস্থল ভারতে এবং বাকী ৩টির মায়ানমারে।
প্রশ্ন: গণতন্ত্রের সূতিকাগার বলা হয় কোন দেশকে- এ প্রশ্নে গ্রিস ও ব্রিটেনের নাম শোনা যায়, কোনটি সঠিক?
সঠিক উত্তর: গণতন্ত্রের সূতিকাগার বলা হয়- গ্রিসকে। অন্যদিকে প্রাচীন সংসদীয় গণতন্ত্রের সূতিকাগার বলা হয় ব্রিটেনকে।
প্রশ্ন: বাংলাদেশ সেনাবাহিনীর শ্লোগান কোনটি? এ প্রশ্নে ‘বল বীর বল উন্নত মম শির’ ও ‘সমরে আমরা, শান্তিতে আমরা, সর্বত্র আমরা দেশের তরে’ এ দু’ধরনের তথ্য পাওয়া যায়? কোনটি সঠিক?
সঠিক উত্তর: বাংলাদেশ সেনাবাহিনীর শ্লোগান হচ্ছে ‘সমরে আমরা, শান্তিতে আমরা, সর্বত্র আমরা, দেশের তরে’।
প্রশ্ন: লোকসাহিত্যের প্রাচীনতম সৃষ্টি কোনটি? প্রবচন না ছড়া। কোনটি সঠিক?
সঠিক উত্তর: লোকসাহিত্যের প্রাচীনতম সৃষ্টি- ছড়া।
প্রশ্ন: EPI এর পূর্ণরূপ কি? Exteded Programme On Immunisatin না Extebded Programme On Immunisation?
সঠিক উত্তর: EPI এর পূর্ণরূপ হচ্ছে Extended Programme On Immunisatin. যার অর্থ হচ্ছে- সম্প্রসারিত টিকাদান কর্মসূচী। এটি শিশুদের ৫টি প্রাণঘাতী রোগের প্রতিষেধক টিকাদান কর্মসূচি।
প্রশ্ন: মোবাইল ফোনের আবিষ্কারক কোন দেশের? জার্মানি, জাপান না যুক্তরাষ্ট্রের? সঠিক তথ্য কোনটি?
সঠিক উত্তর: মোবাইল ফোনের আবিষ্কারক মার্কিন বিজ্ঞানী ড. মার্টিন কুপার।
প্রশ্ন: দেশের বৃহত্তম হাওর হাকালুকি নাকি টাঙ্গুয়ার হাওর? সঠিক তথ্য কোনটি?
সঠিক উত্তর: হাকালুকি হাওর শুধু দেশের বৃহত্তম হাওর নয় বরং দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহত্তর হাওর। হাকালুকি হাওরের আয়তন ২০৪০০ হেক্টর। অন্যদিকে টাঙ্গুয়ার হাওরের আয়তন ৯৭২৫ হেক্টর।
প্রশ্ন: ‘করোনার স্টোন অব পিস’ হাইতি নাকি ভিয়েতনামে অবস্থিত? কোনটি সঠিক?
সঠিক উত্তর: হাইতিতে অবস্থিত।
প্রশ্ন: বিশ্বে সর্বপ্রথম কোন দেশে নারীরা ভোটাধিকার লাভ করে অস্ট্রেলিয়া, জিম্বাবুয়ে, নিউজিল্যান্ড নাকি ফিনল্যান্ডে?
সঠিক কোনটি?
সঠিক উত্তর: নিউজিল্যান্ডে (১৮৯৩ সালে)।
প্রশ্ন: বাংলাদেশের প্রথম স্যাটেলাইট টিভি চ্যানেল এটিএন বাংলা না চ্যালেন আই?
সঠিক উত্তর: বাংলাদেশের প্রথম স্যাটেলাইট টিভি চ্যানেলের নাম- এটিএন বাংলা। ১৯৯৭ সালের ১৫ জুলাই এটি চালু হয়।
প্রশ্ন: বর্তমান বিশ্বে সবচেয়ে দামি মুদ্রা (মূল্যমান) ইউরো, কুয়েতি নাকি মার্কিন ডলার? সঠিক তথ্য কোনটি?
সঠিক উত্তর: বর্তমানে বিশ্বের সবচেয়ে দামি মুদ্রা (মূল্যমান) হচ্ছে কুয়েতি দিনার।
প্রশ্ন: বাংলাদেশ কমনওয়েলথ এর সদস্যপদ লাভ করে কত সালে? এ প্রশ্নের উত্তরে ১৮ এপ্রিল ১৯৭২ ও ২৮ এপ্রিল ১৯৭২ সাল- এ দু’ধরনের তথ্য পাওয়া যায়। আসলে কোনটি সঠিক?
সঠিক উত্তর: কোনটিই সঠিক নয়। সঠিক উত্তর ১৯ এপ্রিল ১৯৭২ সাল।
প্রশ্ন: ঢাকা সিটি কর্পোরেশনের প্রথম মেয়র কে? এ প্রশ্নের উত্তরে কোথাও পাওয়া যায় ব্যারিস্টার আব্দুল হাসনাত আবার কোথাও পাওয়া যায় মোহাম্মদ হানিফ। কোনটি সঠিক?
সঠিক উত্তর: কর্পোরেশনের কমিশনারদের দ্বারা ১৯৯০ সালে ঢাকা সিটি কর্পোরেশনের প্রথম মেয়র নির্বাচিত হন ব্যারিস্টার আবুল হাসনাত। পক্ষান্তরে মোহাম্মদ হানিফ হচ্ছেন জনগনের দ্বারা প্রত্যক্ষ ভোটে নির্বাচিত ঢাকা সিটি কর্পোরেশনের প্রথম মেয়র।
প্রশ্ন: ‘জননী’ উপন্যাসটি কার লেখা? এর উত্তরে শওকত ওসমান ও মানিক বন্দ্যোপাধ্যায় এ দু’রকম তথ্য পাওয়া যায়। কোনটি সঠিক?
সঠিক উত্তর: দু’টি তথ্যই সঠিক। কারণ শওকত ওসমান ও মানিক বন্দ্যোপাধ্যায় দু’জনেরই ‘জননী’ নামে দু’টি উপন্যাস রয়েছে।
প্রশ্ন: বিশ্বের সর্বোচ্চ মিনারবিশিষ্ট মসজিদ কোনটি? এ প্রশ্নে পাকিস্থানের শাহ ফয়সল মসজিদ ও দিল্লির জামে মসজিদের নাম পাওয়া যায়। কোনটি সঠিক?
সঠিক উত্তর: উপরিউক্ত তথ্যের কোনটিই সঠিক নয়। বিশ্বের সর্বোচ্চ মিনারবিশিষ্ট মসজিদ মরক্কোর ক্লাসাবাঙ্কায় আটলান্টিক উপকুলে অবস্থিত। এ মসজিদের নাম বাদশা হাসান মসজিদ।
প্রশ্ন: বর্ণমালার উদ্ভাবন হয় কোন সভ্যতায়- ফিনিশীয় নাকি মিশরীয় সভ্যতায়?
সঠিক উত্তর: বর্ণমালার উদ্ভাবন হয় মিশরীয় সভ্যতায় আর চিত্রলিপির উদ্ভাবন হয় ফিনিশীয় সভ্যতায়।
প্রশ্ন: বাংলাদেশের মোট সীমারেখা কত কিলোমিটার এবং কোনদেশের সঙ্গে কত? সঠিক তথ্য কোনটি?
সঠিক উত্তর: বাংলাদেশের মোট সীমারেখা- ৫,১৩৮ কিমি। এর মধ্যে ভারতের সাথে সীমানা ৪,১৪৪ কিমি, মায়ানমারের সঙ্গে ২৮৩ কিমি এবং সমুদ্রসীমা ৭১১ কিমি।
প্রশ্ন: সর্বপ্রথম যানবাহন হিসেবে রিক্সার প্রচলন হয় চীন, জাপান নাকি বাংলাদেশে?
সঠিক উত্তর: সর্বপ্রথম রিক্সার প্রচলন হয় জাপানে।
দ্রব্যগুণ ও টোটকা চিকিৎসা শিখতে ভিজিট করুন
যোগাযোগ
মো: নজরুল ইসলাম (দুলু)
মোবাইল: ০১৭১৬-৩৮৬৯৫৮