আল্লাহর উপর ভরসা সম্পর্কে অনেকেই অনেক গল্প শুনে থাকি বা বলে থাকি। প্রতিটি পদক্ষেপে আমাদের আল্লাহর উপর ভরসা রাখা উচিত। যখনই কোনো মানুষ আল্লাহর উপর ভরসা করে তখন আল্লাহ তার উপর দয়া ও করুণা প্রদান করেন। আমরা যদি তা করা শিখতে পারি তবে প্রতিটি কাজে আল্লাহর সাহায্য পাবো। আজ আল্লাহর উপর ভরসা সম্পর্কীয় একটি গল্প শোনাব tkincome ডট কমের পাঠকদেরকে।
(সর্বাবস্থায় আল্লাহর উপর আস্থা রাখুন) একটি শিক্ষামূলক গল্প হতে মানুষ তার চলার দিক নিদের্শনা পায়। শিক্ষামূলক গল্প মানব মনের আত্মার খোরাক। শিক্ষামূলক গল্প সমাজের অনেক চিত্র তুলে ধরে।
একজন বয়স্ক রাজমিস্ত্রী তার কাজ থেকে অবসর নিতে চাইলো। তাই সে তার মালিকের কাছে গিয়ে বললো, ’বস, আমি এই বাড়ি বানানোর কাজ থেকে অবসর নিয়ে আমার স্ত্রী ও ছেলেমেয়েদের সাথে সময় কাটাতে চাই।‘ অনুগ্রহপূর্বক আমাকে অবসর দিন। তার মালিক এতে কিছুটা দুঃখ পেল কারণ সে ছিলো সবচেয়ে দক্ষ ও কর্মঠ রাজমিস্ত্রী। সে বললো, ‘ঠিক আছে, কিন্তু তুমি কি চলে যাওয়ার আগে আর একটিমাত্র বাড়ি বানাতে আমাদের সাহায্য করবে?’
neobux থেকে ফ্রিতে দৈনিক ২ ডলার ইনকাম করতে ভিজিট করুন
বয়স্ক রাজমিস্ত্রী এই প্রস্তাবে স্বানন্দে রাজী হয়ে গেল। কিন্তু কাজ শুরু করার পর দেখা গেল তার মন সেখানে ছিল না এবং সে সবসময় তার অবসরের কথা ভেবে অন্যমনস্ক থাকতো। সবসময় সে বাড়ির চিন্তা করতো। তাই এর আগে সে যত কাজ করেছিলো এই কাজটি তার করা কাজর মধ্যে সবচেয়ে খারাপ কাজ হয়ে গেল। যখন সে বাড়িটি তৈরি করা শেষ করলো তখন তার মালিক বাড়িটি দেখতে এলো এবং বৃদ্ধের হাতে বাড়ির চাবি দিয়ে বললো, ‘এটা এখন থেকে তোমার বাড়ি, আমার পক্ষ থেকে তোমার প্রতি এটা একটা ছোট্ট উপহার।‘ এই কথা শুনে বৃ্দ্ধ আফসোস করে উঠলো! সে মনে মনে ভাবলো, ‘হায় হায়! যদি আমি শুধু একবার জানতাম যে আমি আমার নিজের বাড়ি তৈরি করছি! তাহলে এটা আমার জীবনে করা সবচেয়ে ভাল কাজ হতো!
সহবাসে সক্ষমতা অর্জন করার বিভিন্ন পদ্ধতি জানতে ভিজিট করুন
যোগাযোগ
মো: নজরুল ইসলাম
০১৭১৬-৩৮৬৯৫৮
nazruld@yahoo.com