বর্তমান বিশ্ব হল অনলাইনের যুগ বা ডিজিটাল যুগ। একবার যদি অনলাইন ইনকামের পদ্ধতি আবিষ্কার করে ফেলতে পারেন তবে আর পেছনে ফেরে দেখার সময় থাকবে না আপনার। আপনি যদি ভাল কনটেন্ট লিখতে পারেন তাহলে অনলাইনে বহু টাকা আয় করতে পারবেন। বাংলাদেশে এখন অনেকেই আর্টিকেল লিখে ইনকাম করছেন। কিভাবে সহজে আর্টিকেল লিখে ইনকাম করবেন সেই ব্যাপারে একটি দীর্ঘ আলোচনা করা হয়েছে আজকের প্রবন্ধে।
সৃষ্টিশীল পেশা ওয়েব কনটেন্ট রাইটিং
আর্টিকেল লিখে ইনকাম করার কিছু গুরুত্বপূর্ণ টেকনিক বা কৌশল জেনে নেয়া যাক এখনই। বর্তমান বিশ্বে ভাল ওয়েব কনটেন্ট রাইটারদের অনেক ডিমান্ড রয়েছে। এরা কেবলমাত্র কনটেন্ট লিখে ঘরে বসে মাসে ১০ হাজার টাকা থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত ইনকাম করছেন। বাংলাদেশেও এখন ওয়েব কনটেন্ট রাইটারদের চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে।
বিষয়নির্ভর যেকোন লেখাই হচ্ছে কনটেন্ট রাইটিং। ইলেকট্রনিক বা প্রিন্ট, যে কোন ধরনের মাধ্যমেই কনটেন্ট রাইটিং তৈরি করে করা যায় ভাল আয়। ওয়েবসাইটের জন্য কনটেন্ট রাইটিং করা হলে তাকে বলা হয় ওয়েব কনটেন্ট রাইটিং।
কাজটা কী?
ওয়েব জার্নালিস্ট বা কনটেন্ট রাইটার বিভিন্ন পত্রপত্রিকা বা বিশেষ কোন বই অথবা ইন্টারনেটে সার্চ ইঞ্জন রাইটার। এরা এক দিকে যেমন সাংবাদিক আবার অন্যদিকে তেমনি একজন গবেষকও। ওয়েবসাইটের ধরন (পোর্টাল বা ভোর্টাল) অনুযায়ী ঠিক করে নিতে হয় লাইন অফ অ্যাকশন; স্ট্যাটিক সাইটের ক্ষেত্র্রে শুধু গবেষণার কাজই করতে হয়। ডায়নামিক সাইটের ক্ষেত্রে গবেষণার পাশাপাশি সুযোগ রয়েছে সাংবাদিকতারও। একজন ওয়েব কনটেন্টন রাইটার বা ওয়েব জার্নালিস্টকে যেকোন বিষয়ে মৌলিক লেখা তৈরি করতে হয়। যেহেতু প্রতিটি সাইটেরই সত্ত্বাধিকারী রয়েছে, তাই যেকোন সাইট থেকে তথ্যের সাহায্য নিলেও হুবহু একই লেখা তৈরি করা যাবে না । ওয়েব দুনিয়ায় বেশ কিছু সফটওয়্যার (যেমন কপিস্কেপ) আছে যা সহজেই ডুপ্লিকেট লেখা ধরে নিতে পারে। লেখা হতে হবে সংক্ষিপ্ত এবং প্রাঞ্জল। একটা কথা অবশ্যই মনে রাখতে হবে, যাঁরা ওয়েবসাইটে এ ধরনের লেখা পড়েন, তাঁরা কিন্তু পয়সা খরচ করে নেট সার্ফ করেছেন। নেট উপভোক্তা চাইবেন, সবচেয়ে কম সময়ে সবচেয়ে বেশি তথ্য পড়তে বা বুঝতে। তাই তথ্যনির্ভর, সংক্ষিপ্ত বিষয়ভিত্তিক লেখা লিখতে হবে। তা না হলে পাঠকের কিন্তু বেশিদিন ভাল লাগবে না সংশ্লিষ্ট সাইটটি।
ভাল ওয়েব কনটেন্ট রাইটার হতে গেলে
গবেষণার জন্য তীক্ষ্ণ একাগ্রতা এবং ইন্টারনেটের ব্যবহারের খুঁটিনাটি বিষয় জানতে হবে। নিজস্ব সৃজনশীলতায় তথ্যকে সম্পূর্ণ করে লেখায় রূপ দেওয়ার ক্ষমতা থাকা চাই। সংগৃহীত তথ্য সংঘবদ্ধভাবে সাজিয়ে রাখতে হবে। সবসময় নতুন তথ্য কী করে দেওয়া যায় তা নিয়ে ভাবতে হবে, যাতে লেখাটিতে পাঠক নতুনত্ব পায়। এই পেশায় আসতে হলে সাংবাদিকতার অভিজ্ঞতা থাকলে ভাল হয়, তবে এধরনের অভিজ্ঞতা জরুরি নয়। একেবারে নতুন হলেও কোন অসুবিধা নেই। লেখার ইচ্ছে এবং ভাল রচনাশৈলী থাকলে ওয়েব কনটেন্ট রাইটার বা ওয়েব জার্নালিস্ট হতে কোন অসুবিধা হওয়ার কথা নয়।
যারা এই পেশায় আসতে আগ্রহী, তাদের জন্য রইল কিছু টিপস-
লেখা হতে হবে যুক্তিগ্রাহ্য। লেখার আগে তাই জেনে নিলে ভাল হয় কী লিখছি, কেনই বা লিখছি। নিজস্ব শখ, দৈনন্দিন জীবন, ব্যক্তিগত কোন অভিজ্ঞতার বিষয় লিখতে হলে লেখার শুরুটা হবে অত্যন্ত আবেগপ্রবণ। কারণ, আবেগ পাঠককে নাড়া দেয়। ঘটনার খুঁটিনাটিতে না গিয়ে ঠিক কী ঘটেছিল সেটাও বিশদভাবে না লিখলে চলবে। জানাতে হবে, কেন সেটা লেখকের কাছে অর্থবহ। মতামত নয় বরং জানাতে হবে লেখকের কাছে ঘটনার মূল্য কতখানি। কোন কিছু অহেতুক গোপন করার দরকার নেই। লেখা আবার ছোট করার চেষ্টা করলে ধারাবাহিকতা ক্ষুন্ন হতে পারে।
অনলাইনে ফ্রি ইনকাম করার সহজ পদ্ধতি জানতে ভিজিট করুন
অতিরিক্ত শব্দ ব্যবহার না করে বাচনভঙ্গির সঙ্গে সামঞ্জস্য রক্ষা করে শব্দ বেছে নিন। লেখা শেষ করে বারবার নিজের লেখা পড়ুন। নির্ভুল হওয়ার ব্যাপারে খুঁতখুঁতে না হলেও চলবে। তবে নজর রাখতে হবে আরও কত নিখুঁত, বিশুদ্ধ ও সংক্ষিপ্ত শব্দ ব্যবহার করা যায়। এই নজরটা যত তীক্ষ্ণ হবে, আপনিও তত ভাল কনটেন্ট রাইটার হয়ে উঠবেন। ভাল লেখা পড়ুন। ই-মেইল বা চ্যাটিংয়ের মাধ্যমে ওয়েব রাইটারদের সঙ্গে ভাবনা-চিন্তার আদানপ্রদান করুন, এতে আপনার ভাবনা-চিন্তা সমৃদ্ধতর হবে।
পাঠকরা ভালবাসে সমালোচনা। তাই লেখার মধ্যেও দরকার নাটকীয় বাদানুবাদ। বিশেষত, কোন প্রযুক্তিগত বিষয়কে প্রাঞ্জল করে তোলার জন্য। পাঠকের কাছে লেখাটি যেন ক্রমশ চমক সৃষ্টি করে। ব্যবহার করবেন কিছু প্রয়োজনীয় সমগোত্রীয় লিঙ্ক
(ওয়েবসাইটের ঠিকানা) যা একসঙ্গে অনেক তথ্যের
সন্ধান দেবে। নিজের আর্কাইভ তৈরি করে সেখানে নিজের লেখা সাজিয়ে রাখুন। নতুন লেখার ক্ষেত্রেও দেখবেন অনেক সময় এসব লেখা আপনার কাজে লাগবে। দ্রুত লিখুন, নিজস্ব লেখার ঘরানা তৈরি করার দিকে মন দিন। বিরূপ মন্তব্যে ভেঙে পড়ার কিছু নেই। শেখার আগ্রহ আর লেখার মৌলিকত্ব থাকলে সাফল্য আসবেই।
ফ্রিলান্স কনটেন্ট রাইটিং
ফ্রিলান্স কনটেন্ট রাইটার হিসেবে কাজ শুরু করলে বাড়িতে বসেই করতে পারবেন ভাল আয়। এছাড়া নিজস্ব আর্টিকেল ডিরেক্টরি বা ব্লগ তৈরি করেও সহজে ঘরে বসে আয় করা সম্ভব।
কাক ও পেঁচার উলুক যাদু সম্পর্কে জানতে চাইলে ভিজিট করুন
যোগাযোগ
মো: নজরুল ইসলাম
০১৭১৬-৩৮৬৯৫৮
nazruld@yahoo.com