ইন্টারনেট থেকে ইনকাম (দৈনিক ২ ডলার থেকে ১০০ ডলার) শিরোনামের দ্বিতীয় পর্বে আমরা গুগল এডসেন্স থেকে কিভাবে আয় করা যায় এ ব্যাপারে আলোচনা করব। আমরা অনেকেই এখন ইন্টারনেট থেকে ইনকাম করে আসছি। আজকের আলোচনায় থাকছে এ ব্যাপারে কিছু দিক নির্দেশনা। ইন্টারনেট থেকে ইনকাম করার সবচেয়ে নির্ভরযোগ্য মাধ্যম হলো Google Adsense।
ইন্টারনেট থেকে জীবনের প্রথম আয়টি শুরু হউক Google Adsense দিয়ে। Google Adsense এমন কোনো কোম্পানি নয় যে, কিছুদিন Payment দিল তারপর হঠাৎ করে উদাও হয়ে গেল। বরং Google Adsense থেকে উন্নত বিশ্বের লাখ লাখ মানুষ বিশাল অংকের টাকা আয় করছে। যাক সে কথা, আমরা কিভাবে Google Adsense থেকে ইনকাম করতে পারি এটাই এখন আলোচনার মূল বিষয়।
আপনি যদি Google Adsense থেকে টাকা ইনকাম করতে আগ্রহী হন তাহলে নিচের Tutorialটি পড়তে থাকুন-
Google Adsense কি?
Google Adsense is a CPC (cost-per-click) advertising program that allows publishers (anyone wanting to put ads on their websites) to insert a small amount of HTML into their sites and have ads appear that are targeted and relevant to the content of the site.
আমি এখানে আক্ষরিক অর্থ না তুলে ব্যাখ্যামূলক অনুবাদ করতে চাচ্ছি যাতে সবাই এটা ভালভাবে বুঝতে পারেন।
Google Adsense হল Google এরই একটি বিজ্ঞাপন সেকশন যেখানে বিজ্ঞাপন দাতারা তাদের চাহিদামত বিজ্ঞাপন বা ad দিতে পারেন। আর Google কর্তৃপক্ষ তাদের বিজ্ঞাপন বেশি করে view হওয়ার জন্য Click প্রতি কিছু বোনাস viewer দের জন্য বরাদ্ধ করে রেখেছেন।
আমরা যারা বিজ্ঞাপন দাতাদের বিজ্ঞাপনে ক্লিক করি তখনই আমরা বোনাস হিসেবে কিছু টাকা পাই। মূলত এটাই হল Google Adsense থেকে আয়।
এই বিষয়টি আরো অনেক ভাবেই বুঝানো যায়। আমার ব্যাখ্যা যারা বুঝতে সমস্যা হবে আপনারা আরো অনেক লেখা আছে দেখে আসতে পারেন।
Adsense থেকে টাকা ইনকাম করতে কি কি লাগবে?
Google Adsense থেকে টাকা ইনকাম করতে হলে Google Adsense এ থাকতে হবে একটি ভেরিফাইড একাউন্ট।
Google Adsense একাউন্ট আবার দু’রকম:
- Google Adsense Hosted verified Account
- Google Adsense Non Hosted verified Account
এ সম্পর্কে বিস্তারিত জানতে হলে নিচের ভিডিওটি দেখতে পারেন।
যাক, এ বিষয়টি আলোচনা করতে করতে আমরা পরিষ্কার বুঝে উঠতে পারব।
একাউন্ট তৈরি হয়ে গেলে Adsense থেকে টাকা ইনকাম করার বিষয়টি ভালভাবে জেনে নিন এবং সুন্দরভাবে আপনার একাউন্ট পরিচালনা করুন যাতে প্রচুর আয় করতে পারেন।
Adsense থেকে টাকা আয় করার পূর্বে নিচের বিষয়ের দিকে ভালভাবে নজর দিতে হবে।
Google Adsense Hosted verified Account হলে নিচের যে কোনো নিয়মে টাকা ইনকাম করতে পারবেন-
* একটি ভালো মানের ফ্রি ব্লগ সাইট থেকে
* একটি YouTube চ্যানেল থেকে
* একটি ফ্রি Admob একাউন্ট থেকে
* এছাড়া চাইলে FaceBook Page তৈরি করেও Google Adsense Hosted verified Account থেকে টাকা ইনকাম করতে পারবেন।
Google Adsense Non Hosted verified Account হলে নিচের যে কোনো নিয়মে টাকা ইনকাম করতে পারবেন-
একটি নিজেস্ব website থেকে
একটি নিজের তৈরি করা apps থেকে
এবার আসুন Hosted verified Account এবং Non Hosted verified Account কি এ সম্পর্কে জেনে নেই।
সহজ ভায়ায় Hosted verified Account থেকে কেবলমাত্র ফ্রি সাইটগুলো থেকে আয় করা যায়। যেমন:
YouTube
Admob
ব্লগ সাইট
FaceBook Page ইত্যাদি।
এবং এই সাইটগুলো থেকে টাকা ইনকাম করলে ১০০ ডলার হলে আপনি পাবেন ৫৫ ডলার আর Google Adsense নিজে রেখে দিবে ৪৫ ডলার।
তার মানে দাড়ালো যে, Hosted verified Account এর আয় থেকে adsense ৪৫% ডলার নিজে রেখে দিবে আর বাকী ৫৫% ডলার আপনি পাবেন।
এদিকে Non Hosted verified Account থেকে আয়ের ৬৮% পাবেন আপনি নিজে আর বাকী ৩২% আয় গুগল নিজে রেখে দিবে। এই আলোচনা থেকে আমরা বুঝতে পারলাম যে, Non Hosted verified Account ব্যবহার করলে আমরা অধিক পরিমাণে আয় করকে পারবো।
অপর দিকে Non Hosted verified Account থেকে নিজের বানানো সাইটগুলো থেকে আয় করতে পারবেন।
একটি কথা এখানে উল্লেখ না করলেই নয় যে, নিজের টাকা দিয়ে কোনো ওয়েভ সাইট বা এপস তৈরি করে ইনকাম করতে চাইলে আপনি কোনো ধরনের সমস্যা ছাড়াই এটা করতে পারবেন। আপনার Adsense একাউন্ট সহজে বন্ধ হবে না। একটু ভুল হলেই Adsense আপনাকে বার বার Adsense বন্ধ করে দেবার ভয় দেখাবে না।
যেহেতু ওয়েভসাইটটি আপনার নিজের। তাই কোনো কারণে যদি Adsense আপনার একাউন্ট বাতিল করেও দেয় তখনও আপনি অন্য উপায়ে টাকা ইনকাম করতে পারবেন। কেননা, একটি ওয়েভ সাইট দিয়ে Adsense ছাড়াও কি পরিমাণ আয় করা যায় তা আপনি কল্পনাও করতে পারবেন না।
কয়েকটি গুরুত্বপূর্ণ Tips:
Tips-1
Google Adsense থেকে টাকা ইনকাম করা যায়। বিষয়টি সঠিক। এতে কোনো সন্দেহের অবকাশ নেই।
Tips-2
যেহেতু বিষয়টি সত্য তাই মনোযোগ সহকারে কাজ করুন।
Tips-3
কিছুদিন কাজ করে সফল হতে না পারলে কাজ ছেড়ে দিবেন না। বরং আরো বেশি মনোযোগ দিয়ে নির্ভুলভাবে কাজ করুন।
Tips-4
Google Adsense এর আইন মেনে কাজ করুন। কখনো বেশি মুনাফার আশায় বেআইনি কাজ করবেন না। বেআইনি কাজ করলেই Google Adsense আপনার একাউন্ট বাতিল করে দিবে।
Tips-5
Google Adsense এর Term of services ভালভাবে জেনে নিন। তা না হলে আপনার অজান্তেই ভুল করে ফেলবেন আর বাতিল হয়ে যাবে আপনার স্বপ্নের একাউন্ট।
এখন আসুন আয় বাড়াবেন কিভাবে?
এর আগে আপনাদের একটি গোপন সংবাদ দিচ্ছি যে, আমাদের বাংলাদেশে অনেকেই আছে দৈনিক ১০০ ডলার থেকে ১৫০ পর্যন্ত ইনকাম করছেন। এবার আপনি কিভাবে ইনকাম বাড়াবেন এই বিষয়ে আলোকপাত করব-
আপনার যদি ফ্রি ব্লগ সাইট থাকে অথবা নিজের মালিকানাধীন কোনো ওয়েভসাইট থাকে তাহলে ইনকাম বাড়াতে চাইলে-
১. খুবই ভাল মানের Content তৈরি করুন এবং ভূয়া/অহেতুক/মানুষের কাজে আসে না এমন Content তৈরি থেকে বিরত থাকুন।
২. নিজে পরীক্ষা না করে কেবল অন্যের কাছ থেকে শুনে কোনো আর্টিকেল লিখবেন না। মনে রাখবেন আপনার আর্টিকেলের উপর বিশ্বাস করে আমাদের দেশের অনেক সরলমনা ছাত্র/ছাত্রী এমনকি বিভিন্ন পেশার লোক না জেনে-বুঝে কাজ করতে শুরু করেন। অবশেষে অনেক দিন পর বুঝতে পারেন যে, তাদের সময়, শ্রম, মেধা সবই বৃথা হয়ে গেছে। তখন তাঁরা এই লেখককে কেবল গালি-গালাজই করে না বরং অভিশাপ দিতেও পিছপা হন না। কাজেই Referral পাওয়ার জন্য অনর্থক যা কিছু মন চায় এসব লেখা-লেখি করতে যাবেন না।
৩. সর্বদা নতুন কিছু আইডিয়া নিয়ে কাজ করবেন। বিকল্প পদ্ধতিতে কাজ করার মাধ্যমে আপনার সাইটে ভিজিটর বাড়াবেন।
৪. অন্যের কাছ থেকে পরামর্শ নিবেন ঠিকই কিন্তু কাজ করবেন আপনার চাহিদা মোতাবেক। কারণ আপনার মাঝে যে প্রতিভা লুকিয়ে আছে সেটাকে জাগিয়ে তুলুন। দেখবেন আপনি সফল।
৫. আর বিশেষ একটি কথা হল- কাজ করেন দৈর্য্যের সাথে, কখনো দৈর্য্য হারাবেন না।
৬. নিজেই নিজের এডে ক্লিক করবেন না। বা অধিক ইনকামের আশায় গ্রুপ করে ক্লিক করার চেষ্টা করবেন না।
বরং ভাল মানের লেখা পাবলিশ করে আপনার সাইটের ভিজিটর বাড়ান। একটি কথা মনে রাখবেন, আপনার প্রতিটি কাজের হিসেব কিন্তু গুগল উন্নতমানের সফটওয়্যার দিয়ে নিরীক্ষণ করছে। তাই গুগলকে ফাঁকি দিয়ে কিছু করতে যাবেন না।
অনলাইন থেকে ইনকাম দৈনিক ২ ডলার থেকে ১০০ ডলার (প্রথম পর্ব) পড়তে ভিজিট করুন
এবার আসুন কাজ শুরু করি।
* প্রথমে একটি Gmail Account খুলুন।
* তারপর Google Adsense এ একাউন্ট করি। এখানে ক্লিক করে একাউন্ট করুন।
* তারপর Adsense ওপেন করে Sign Up এ ক্লিক করুন। এরপর ধাপে ধাপে এগিয়ে যান।
একটি ইসলামিক সাইট ভিজিট করে আসতে পারেন
যোগাযোগ
০১৭১৬-৩৮৬৯৫৮
ইমেইল=nazruld@yahoo.com