জ্ঞানী মনীষীদের উক্তি সর্বদাই আমাদের উপকারে লাগে। জ্ঞানী মনীষীদের উক্তি পড়লে সময়ে সময়ে আমাদের পথ চলার সঠিক নির্দেশনা পেয়ে যাই। এই পৃথিবীতে বহু জ্ঞানী, মহা মনীষীদের আগমন হয়েছে। তারা তাদের অভিজ্ঞতা, জীবনের বাস্তবতাকে তুলে ধরেছেন মানুষের সামনে। তাদের বাতলে যাওয়া এমন অনেক উক্তি আছে যেগুলো হর হামেশা আমাদের কাজে আসে। আজকের আলোচনায় আমরা তাদেরই কতিপয় বাছাইকৃত উক্তি পাঠক মহলে পেশ করছি Point আকারে।
১. জ্ঞানী মূর্খকে চিনতে পারে কেননা সে জ্ঞানী। পক্ষান্তরে মূর্খ জ্ঞানীকে চিনতে পারে না, কেননা সে মূর্খ।
২. তোমার স্ত্রীর রুচি বোধকে অবমূল্যায়ণ কর না। কারণ, সে তোমাকে প্রথম পছন্দ করেছে।
৩. তর্কে জেতা বুদ্ধিমানের কাজ নয় বরং বুদ্ধিমানের কাজ হল তর্কে না জড়ানো।
৪. আহাম্মকের সাথে তর্ক কর না। কারণ, মানুষ হয়ত দু’জনের মাঝে পার্থক্য করতে ভুল করবে।
৫. ভুল করা দোষের কথা নয় বরং ভুলের উপর প্রতিষ্ঠিত থাকা দোষণীয়।
৬. বুদ্ধির সীমা আছে কিন্তু বোকামীর কোন সীমা নেই।
৭. বন্ধুত্ব একটি ছাতার ন্যায়। বৃষ্টি যতই প্রবল হয় ছাতার ততই প্রয়োজন পড়ে।
৮. পা পিছলে পড়ে যাওয়া লজ্জার কথা নয়। বরং যথা সময়ে উঠে না দাঁড়ানোই হল লজ্জার ব্যাপার।
৯. মানুষের সাথে বন্ধুত্ব ছিন্ন করে অর্থ উপার্জন করতে যেও না। কারণ, বন্ধুত্ব স্থাপনই হচ্ছে অর্থাপর্জনের গুরুত্বপূর্ণ একটি মাধ্যম।
১০. মানুষের সাথে সে রূপ আচরণ কর যেমন তারা পছন্দ করে। নিজের পছন্দ মাফিক আচরণ কর না।
১১. জীবনকে যদি তুমি ভালোবাস তাহলে সময়ের অপচয় করো না। কেননা জীবনটা সময়ের সমষ্টি দ্বারা সৃষ্টি। (ফ্রাংকলিন)
১২. মৃত্যুর চেয়ে কঠিন হচ্ছে জীবন। কেননা দুঃখ-কষ্ট, বিপদ-আপদ কেবল জীবনেই ভোগ করতে হয়, মৃত্যু তা থেকে মুক্তি দেয়। (সক্রেটিস)
১৩. আমাদের জীবন আমাদের ইচ্ছার উপর নয় বরং আমাদের কর্মের উপর দন্ডায়মান। (লিথা গোরাম)
১৪. কর্মহীন জীবন হতাশার কাফনে জড়ানো একটি জীবন্ত লাশ। (ডেল ক্যার্নেগি)
১৫. এমনভাবে অধ্যায়ন করবে, যেন তোমার সময়াভাব নেই, তুমি চিরজীবী। এমনভাবে জীবনযাত্রা নির্বাহ করবে, যেন মনে হয় তুমি আগামীকালই মারা যাবে। (মহাত্মা গান্ধী)
১৬. মর্যাদা ধরে রাখুন, কারণ এই মর্যাদা এক সময় আমাদের লক্ষ্যে পৌঁছে দেয়। (মহাত্মা গান্ধী)
১৭. জীবনে কিছু কিছু প্রশ্ন থাকে যার উত্তর কখনো মিলে না, কিছু কিছু ভুল থাকে যা শোধরানো যায় না, আর কিছু কিছু কষ্ট থাকে যা কাউকে বলা যায় না। (হুমায়ুন আহমেদ)
১৮. অপেক্ষা হলো শুদ্ধতম ভালোবাসার একটি চিহ্ন। সবাই ভালোবাসি বলতে পারে। কিন্তু সবাই অপেক্ষা করে সেই ভালোবাসা প্রমাণ করতে পারে না। (হুমায়ুন আহমেদ)
১৯. টেলিফোন ঘোরাতে ঘোরাতে আমি ক্লান্ত, ডাকতে ডাকতে একশেষ; কেউ ডাক শোনে না, কেউ ফিরে তাকায় না। এই হিম ঘরে ভাঙ্গা চেয়ারে একা বসে আছি। এ কী শাস্তি তুমি আমাকে দিচ্ছো ঈশর, এভাবে দগ্ধ হওয়ার নাম কি বেঁচে থাকা। (মহাদেব সাহা)
২০. যখন একা থাকার অভ্যাস হয়ে যায় ঠিক তখনি সৃষ্টিকর্তা কিছু মানুষের সন্ধান দেন। যখন তাদেরকে নিয়ে ভালো থাকার অভ্যাস হয়ে যায়, ঠিক তখনি আবার একা হয়ে যেতে হয়। (জর্জ বার্নাড শ)
২১. দুঃখ মানুষের জীবনের একটি ব্যক্তিগত গান, যা মানুষ নিজে ছাড়া অন্য কেউ শোনে না। (রুদ্র গোস্বামী)
২২. দুনিয়াতে মানুষের চেয়ে বড় আর কিছু নেই আর মানুষের মাঝে মনের চেয়ে বড় নেই। (স্যার উইলিয়াম হ্যামিলন)
২৩. সন্দেহপ্রবণ মন এক বৃহৎ বোঝাস্বরুপ। (ফ্রান্সিস ফুয়ারেলস)
২৪. কিছু কিছু মানুষ সত্যি খুব অসহায়। তাদের ভালো লাগা, মন্দ লাগা, ব্যথা বেদনাগুলো বলার মত কেউ থাকে না। তাদের কিছু অব্যক্ত কথা মনের গভীরেই রয়ে যায়, আর কিছু কিছু স্মৃতি- এক সময় পরিণত হয় দীর্ঘশ্বাসে। (হুমায়ুন আহমেদ)
২৫. জন্মদিনের উৎসব করাটা বোকামি। জীবন থেকে একটা বছর ঝরে গেল, সে জন্যে অনুতাপ করাই উচিত। (নরম্যান বি.হল)
২৬. সংসারে কারো ওপর ভরসা করো না, নিজের হাত এবং পায়ের ওপর ভরসা করতে শেখো। ( উইলিয়াম শেক্সপিয়র)
দ্রব্যগুণের টোটকা যাদুর ক্ষমতা জানতে চাইলে ভিজিট করুন
২৭. মনের অনেক দরজা আছে, সেখান দিয়ে অসংখ্যজন প্রবেশ করে এবং বের হয়ে যায় তাই সবাইকে মনে রাখা সম্ভব হয় না। (টমাস কেস্পিস)
২৮. একটা সুন্দর মন অন্ধকারে আলোর মতো, যার মাধ্যমে কলুষতার মাঝেও নিজের অস্থিত্বকে মর্যাদাসম্পন্ন রাখা যায়। (দানিয়েল)
২৯. মানুষের জীবনে বিশ বছর পর্যন্ত ইচ্ছার রাজত্ব চলে, তিরিশ বছর পর্যন্ত চলে বুদ্ধির রাজত্ব এবং চল্লিশ বছর বয়স পর্যন্ত চলে বিচার-বিবেচনার রাজত্ব। (ফ্রাংকলিন)
৩০. জীবন যতক্ষণ আছে, বিপদ ততক্ষণ থাকবেই। (ইমারসন)
৩১. জীবন তৃপ্তি দেয় যতটুকু, অতৃপ্তি দেয় তার চেয়ে বেশি। (ক্রিস্টিনা রসেট)
৩২. জীবনের অর্থ হল গতি, যা কিনা ছোটাছুটি। প্রাণপণে ছোটার নাম হল বেঁচে থাকা, চুপচাপ থাকার নাম মরে যাওয়া। ছোটাছুটি না করে যারা বেঁচে আছে তারা মরে বেঁচে আছে। (অবধূত)
৩৩. জীবনকে এক পেয়ালা চায়ের সঙ্গে তুলনা করা যেতে পারে। যতই তৃপ্তি সহকারে আমরা তা পান করি, ততই দ্রুত তলার দিকে অগ্রসর হতে থাকি। (ক্রিনেট)
৩৪. যৌবন যার সৎ, সুন্দর ও কর্মময় তার বৃদ্ধ বয়সকে স্বর্ণযুগ বলা যায়। (জর্জ গ্রসভিল)
৩৫. শৈশবে লজ্জা, যৌবনে ভারসাম্য এবং বার্ধক্যে ব্যয় সংকোচন ও দুরদর্শিতার প্রয়োজন। (সক্রেটিস)
৩৬. পাঁচটি ঘটনার পূর্বে পাঁচটি জিনিসকে মূল্যবান মনে করবে- বৃদ্ধ বয়সের পূর্বে যৌবনকে, ব্যাধির পূর্বে স্বাস্থ্যকে, দরিদ্রতার পূর্বে স্বচ্ছলতাকে, কর্মব্যস্ততার পূর্বে অবসরকে এবং মৃত্যুর পুর্বে জীবনকে। (আল হাদিস)
৩৭. শিয়ালের মত একশো বছর জীবন ধারণ করার চাইতে সিংহের মতো একদিন বাচাও ভাল। (টিপু সুলতান)
৩৮. জীবন সহজ নয়, জটিলও নয়- জীবন জীবনের মতো। আমরাই একে সহজ করি, জটিল করি। (হুমায়ুন আহমেদ)
৩৯. তুমি যদি মনের সজীবতা ধরে রাখতে চাও তাহলে সবকিছুকে সহজভাবে গ্রহণ করতে শেখো। (টমাস হুড)
৪০. মানুষের মনের সবচেয়ে বড় শত্রু হলো সংশয়, অবিশ্বাস আর সন্দেহ।(সমরেশ বসু)
৪১. মুক্তিযোদ্ধারা যদি পায়ে গুলি নিয়ে যুদ্ধ করতে পারে তাহলে আমি কেন সামান্য সার্জারি নিয়ে বোলিং করতে পারব না। (মাশরাফি বিন মর্তুজা)
৪২. অন্যের অটোগ্রাফ সংগ্রহ করে সময় নষ্ট না করে নিজেকে বরং উপযোগী করে তোল যাতে অন্যেরা তোমার অটোগ্রাফ সংগ্রহ করে। (জর্জ বার্নাড শ)
৪৩. সরাসরি চোখের দিকে তাকিয়ে কেউ মিথ্যা বলতে পারে না। মিথ্যা বলতে হয় অন্যদিকে তাকিয়ে! (হুমায়ুন আহমেদ)
কিন্তু আমি বলি যারা সরাসরি চোখের দিকে তাকিয়ে মিথ্যা বলতে পারে না তাদের মাঝে কিছুটা হলেও লজ্জাবোধ আছে। প্রকৃতপক্ষে এই ধরাধামে লাখো নির্লজ্জ লোক তৈরি হয়ে গেছে যারা সরাসরি চোখের দিকে তাকিয়ে ডাহা মিথ্যা বলা বলে, যার কোনো সীমা নেই। (নজরুল)
৪৪. কাউকে জ্ঞান বিতরণের আগে জেনে নিও যে তার মধ্যে সেই জ্ঞানের পিপাসা আছে কি-না। অন্যথায় এ ধরণের জ্ঞান বিতরণ করা হবে এক ধরণের জবরদস্তি। জন্তুর সাথে জবরদস্তি করা যায়, মানুষের সাথে নয়। হিউম্যান উইল রিভল্ট। (আহমদ ছফা)
৪৫. বন্ধু নির্বাচনে যারা ভুল করবে তারা উন্নয়নের মুখ দেখতে পারবে না। (মো: নজরুল ইসলাম)
৪৬. মা যেমন তাঁর নিজ পুত্রকে নিজের জীবন দিয়ে রক্ষা করে তেমনি সকল প্রাণীর প্রতি অপরিমেয় মৈত্রীভাব পোষণ করবে। (গৌতম বুদ্ধ)
৪৭. লোভী ও অহংকারী মানুষকে বিধাতা সবচাইতে বেশি ঘৃণা করেন। (জন রে)
৪৮. যে জাতি তার বাচ্চাদের বিড়ালের ভয় দেখিয়ে ঘুম পাড়ায়, তারা সিংহের সাথে লড়াই করা কিভাবে শিখবে? (শের এ বাংলা এ কে ফজলুল হক)
৪৯. যদি কেউ ন্যায্য কথা বলে, আমরা সংখ্যায় বেশি হলেও, সে একজনও যদি হয়, তার ন্যায্য কথা আমরা মেনে নেবো (শেখ মুজিবুর রহমান)
৫০. কপালে সুখ লেখা না থাকলে সে কপাল পাথরে ঠুকেও লাভ নেই। এতে কপাল যথেষ্টই ফোলে, কিন্তু ভাগ্য একটুও ফোলে না। (কাজী নজরুল ইসলাম)
অনলাইনে ফ্রি ইনকামের পদ্ধতি জানতে ভিজিট করুন
জ্ঞানী মনীষীদের উক্তি পড়ার জন্য আর আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।