ত্রৈমাসিক কুইজ প্রতিযোগীতা ২০২০ এ যারা অংশ নিবেন তাদেরকে কতিপয় নিয়ম-নীতি মেনে চলতে হবে। প্রত্যেক প্রতিযোগীকে ত্রৈমাসিক কুইজ প্রতিযোগীতা সম্পর্কীয় বিষয়ে অবগত থাকা চাই। এই প্রতিযোগিতা ৩ মাসের মধ্যে সমাপ্ত করার প্রচেষ্টা থাকবে। প্রতিযোগিতায় ভাল মানের প্ররষ্কার ও সম্মাননা সনদ দেয়া হবে। কাজেই সাথে খাকুন আর প্রতি দিনের আপডেট খবর পড়তে থাকুন।
ত্রৈমাসিক কুইজ প্রতিযোগীতা -২০২০
*** ত্রৈমাসিক কুইজ প্রতিযোগিতায় অংশ গ্রহণ করার জন্য সবাইকে আহবান করা যাচ্ছে।
প্রতিযোগিতা শুরু
পহেলা মার্চ – ২০২০ তারিখ
প্রতিযোগিতার ফলাফল ঘোষণা
পহেলা মে- ২০২০ তারিখ
বিজয়ীদের তালিকা প্রকাশ
০২ মে- ২০২০ তারিখ
পুরষ্কার বিতরণি অনুষ্ঠান
পহেলা জুন -২০২০ তারিখ
প্রয়োজনে কর্তৃপক্ষ সময়ের রদবদল করতে পারবেন।
কুইজ প্রতিযোগীতার নিয়মাবলি নিম্নরূপ-
* কুইজে যে কেউ অংশগ্রহণ করতে পারবে।
* ১০০ নম্বরের প্রতিযোগীতা হবে। ১০০ টি প্রশ্ন থাকবে এবং প্রতিটি প্রশ্নের মান হবে ১ নম্বর। ভূল উত্তরের জন্য ০.৫০ মার্কস কর্তন করা হবে।
Neobux হতে দৈনিক ফ্রিতে ২ ডলার ইনকাম করতে চাইলে ভিজিট করুন
* সেপ্টেম্বর মাসে ৪০টি প্রশ্ন, অক্টোবর মাসে ৩০টি প্রশ্ন এবং নভেম্বর মাসে ৩০ প্রশ্ন করা হবে। (৪০+৩০+৩০=১০০ টি প্রশ্ন) মোট মাকর্স হল- ১০০
* প্রশ্নগুলো প্রতি মাসের ০১ তারিখ পাবলিশ করা হবে আর ঐ মাসের শেষ তারিখ পর্যন্ত উত্তর দেয়ার সময় থাকবে।। প্রতি মাসের প্রশ্নের উত্তর ঐ মাসের মধ্যেই কর্তৃপক্ষের কাছে পৌছাতে হবে।
* ০২ মে ২০২০ ইং তারিখে বিজয়ীদের তালিকা আমাদের ওয়েভসাইটে প্রকাশিত হবে। এছাড়াও বিভিন্ন জাতীয় পত্রিকায় প্রকাশিত হবে।
* কোনো প্রতিযোগীর নম্বর সমান হয়ে গেলে লটারির মাধ্যমে প্রার্থীদের স্থান নির্ধারিত হবে।
* প্রতিটি কুইজের উত্তর আমাদের সাইটে নিশ্চয়ই খুঁজে পাবেন।
পুরষ্কার
প্রথম পুরষ্কার ***** টাকা।
দ্বিতীয় পুরষ্কার ***** টাকা।
তৃতীয় পুরষ্কার ***** টাকা।
৪র্থ ও ৫ম পুরষ্কার ***** টাকা।
৬ নম্বর থেকে ২০ নম্বর পর্যন্ত ***** টাকা।
২১ নম্বর থেকে ৫০ নম্বর পর্যন্ত ***** টাকা।
বশিকরণের আজিব আর আশ্চর্য্য তদবির বা আমল সম্পর্কে জানতে চাইলে এখনই ভিজিট করুন
বিশেষ দ্রষ্টব্য: পুরষ্কারের পরিমাণ কুইজ পরিচালনা কমিটির সভা সমাপ্ত হওয়ার পর ঘোষণা করা হবে।
প্রাইজ দাতাদের নাম আর মোবাইল নম্বর
প্রাইজ দাতা/দাতাদের নাম পরিচালনা কমিটির সভা সমাপ্ত হওয়ার পর ঘোষণা করা হবে।
আপডেট পেতে সাথে থাকুন।
আরো বিস্তারিত জানতে চাইলে ইমেইল করুন
https://web.facebook.com/nazrul40
মোবাইল: ০১৭১৬-৩৮৬৯৫৮