আজকের প্রবন্ধে থাকছে অবিশ্বাস্য সাধারণ জ্ঞান নিয়ে আলোচনা। আমরা অবিশ্বাস্য সাধারণ জ্ঞান সম্পর্কে জানতে পারলে মজা পাবো অবশ্যই। কাজেই আসুন অবিশ্বাস্য সাধারণ জ্ঞান সম্পর্কে জানি এবং পড়ি।
১. কুকুরের ঘ্রাণশক্তি মানুষের চেয়ে ২৮,০০০ গুণ বেশি।
২. প্রাণীদের মধ্যে বিড়ালই সবচেয়ে বেশি ঘুমায় (দৈনিক ১৮ ঘন্টা)।
৩. একমাত্র স্ত্রী মশাই মানুষের রক্ত খায়।
৪. মাছি মিনিটে ৮ কিলোমিটার উড়তে পারে।
৫. পুরুষ ব্যাঙই বর্ষকালে ডাকে, আর তা শুনে কাছে আসে স্ত্রী ব্যাঙ।
৬. হামিং বার্ড পাখি পিছনের দিকে উড়তে পারে।
৭. গিরগিটি একই সময়ে তার চোখ দু’টি দুই দিকেই নাড়তে পারে।
৮. টিকটিকি এক সঙ্গে ৩০টি ডিম পাড়ে।
৯. মাছ চোখ খোলা রেখে ঘুমায়।
১০. একমাত্র পিঁপড়াই কোনদিন ঘুমায় না।
১১. সিডকা পোকা একটানা ১৭ বছর মাটির নিচে ঘুমায়। তারপর মাটি থেকে বেড়িয়ে এসে চিৎকার করতে করতে ৩ দিনের মাথায় মারা যায়।
১২. সিংহের গর্জন ৫ মাইল দূর থেকেও শোনা যায়।
১৩. অনেকের ধারণা হাঙ্গর মানুষকে হাতের কাছে পেলে মেরে ফেলে। কিন্তু মানুষের হাতেই বেশি হাঙর মারা পড়েছে।
১৪. কাচ মূলত বালু থেকে তৈরি।
১৫. আপনি প্রতিদিন কথা বলতে গড়ে ৪৮০০টি শব্দ ব্যবহার করেন। বিশ্বাস না হলে পরীক্ষা করে দেখতে পারেন।
১৬. আপনি ৮ বছর ৭ মাস ৬ দিন একটানা চিৎকার করলে যে পরিমাণ শক্তি খরচ হবে তা দিয়ে এক কাপ কফি অনায়েসে বানানো যাবে।
১৭. একটি রক্ত কনিকা আমাদের পুরো দেহ ঘুরে আসতে সময় নেয় ২২ সেকেন্ড।
১৮. আপনার যদি একটা তারকা গুনতে ১ সেকেন্ড সময় লাগে তাহলে একটি গ্যালাক্সির সব তারকা গুনতে সময় লাগবে প্রায় ৩ হাজার বছর।
১৯. অনেকের ধারণা শামুকের দাঁত নেই। অথচ শামুকের ২৫ হাজার দাঁত আছে।
চোখ খুলে হাঁচি দেয়া সম্ভব না।
২০. বিড়াল ১০০ রকম শব্দ করতে পারে অথচ কুকুর পারে ১০ রকম।
২১. পৃথিবীর প্রাণীদের মধ্যে ৮০ ভাগই পোকা-মাকড়।
২২. একটি তেলাপোকা তার মাথা ছাড়া ৯দিন পর্যন্ত বেঁচে থাকতে পারে। এরপর তারা সাধারণত খাদ্যাভাবে মারা যায়।
২৩. উট পাখির একটি ডিম মুরগির ডিমের চেয়ে ২৪ গুণ বড়।
২৪. পশুদের মধ্যে জিরাফের জিহ্বা সবচেয়ে কালো।
২৫. একটি উটপাখির চোখ তার মস্তিষ্ক থেকে বড়।
২৬. একটি মৌমাছির ঝাঁকে ৩০,০০০ পর্যন্ত মৌমাছি থাকে।
২৭. কুকুর আর বিড়াল উভয়ই মানুষের মত ডানহাতি কিংবা বাহাতি হয়ে থাকে।
২৮. ডলফিন একই সময়ে ঘুমাতে আর সাঁতার কাটতে পারে।
২৯. প্রজাপতি তার পায়ের পাতা দিয়ে স্বাদ নেয়।
৩০. বাদুড় গুহা থেকে বের হবার সময় বাম দিকে মোড় নেয়।
neobux থেকে ফ্রিতে দৈনিক ২ ডলার ইনকাম করতে ভিজিট করুন
৩১. শরীরের সবচেয়ে শক্তিশালী পেশী হলো জিহ্বা।
৩২. হাঁসের প্যাঁক প্যাঁক শব্দ কখনো প্রতিধ্বনিত হয় না।
৩৩. হাতি একমাত্র প্রাণী যে কিনা লাফাতে পারে না।
৩৪. মরুভূমির উড়ো ধুলা থেকে রক্ষা পাবার জন্য উটের চোখের তিনটি পাতা থাকে।
৩৫. অজগর সাপ একসাথে ১২-৩৬টি ডিম দেয়।
৩৬. পৃথিবীতে সবচেয়ে লম্বা সাপ আনাকোন্ডা।
৩৭. একটি মশা সেকেন্ডে প্রায় ৩০০-৬০০ বার ডানা ঝাপটাতে পারে।
৩৮. একটি কুকুরের গন্ধ শোকার ক্ষমতা মানুষের চাইতেও ১০০০ গুন বেশী।
৩৯. স্তন্যপায়ী প্রানীদের মধ্যে ব্যতিক্রম হলো পাটিপাস এবং একিডনা, যারা ডিম পাড়ে এবং স্তন্যপান করায়।
৪০. জিরাফ তার ২১ ইঞ্চি লম্বা জিহ্বা দিয়ে নিজের কান পরিস্কার করতে পারে।
৪১. চিংড়ির হ্রৎপিন্ড মাথায় থাকে।
৪২. জন্মের পর জিরাফের বাচ্চা প্রায় ৬ ফুট উচু হতে মাটিতে পড়ে, কোনোপ্রকার আঘাত ছাড়াই।
৪৩. একটি কুকুরের গন্ধ শোকার ক্ষমতা মানুষের চাইতেও ১০০০ গুন বেশি।
৪৪. জিরাফ অধিকাংশ সময় ২৪ ঘন্টার মধ্যে মাত্র ২০ মিনিট ঘুমায়। যদিও কখনও কখনও ২ ঘন্টাও ঘুমায় তবে তা খুবই ব্যতিক্রম।
৪৫. ইলেকট্রিক ঈল মাছ প্রায় ৬৫০ ভোল্ট শক দিতে পারে।
৪৬. মাছেরা কিন্তু কথা বলে। কিছু কিছু মাছ দাঁতে দাঁত ঘসে শব্দ সৃষ্টির মাধ্যমে যোগাযোগ করে।
৪৭. একটা চিতাবাঘ ঘন্টায় ৭৬ কি.মি বা ৪৬ মাইল বেগে দৌড়াতে পারে।
৪৮. নীল তিমি পৃথিবীর সবচেয়ে বড় প্রাণী। এর জিহ্বা একটা হাতির মতো লম্বা এবং এর হৃদযন্ত্র একটা গাড়ির সমান।
৪৯. ব্যাঙের সবচেয়ে বড় জাতটির নাম গোলিয়া।
৫০. গোল্ডফিশের স্মৃতি ৩ সেকেন্ড পর্যন্ত স্থায়ী থাকে।
সহবাসে সক্ষমতা অর্জন করার বিভিন্ন পদ্ধতি জানতে ভিজিট করুন