পৃথিবীতে সবাই সুখে থাকতে চায়। কিন্তু সুখী হওয়া এত সহজ নয়। কবি বলেছেন- গরীব তার হালে পেরেশান আর ধনী তার মালে পেরেশান। ক-ই বান্দা পেরেশান ছে খালি নেহি। আমরা আজকে সুখী থাকার ১০টি উপায় নিয়ে আলোচনা করব।
সুখী থাকার ১০টি উপায় নিচে point আকারে দেয়া হল।
০১. অন্যের ভুল খুঁজতে যাবার কোনো দরকার নেই। এটা করলে নিজের উপর বেহুদা ঝামেলা আসতে পারে।
০২. যেখানে যে নিয়ম চালু আছে সেখানে সেই নিয়ম মেনে চলুন। ব্যস! আপনি জটিলতা থেকে বেঁচে যাবেন।
০৩. নিজের ও পরিবারের কথা ভাবতে শিখুন। যাতে ভবিষ্যতে আর্থিক সমস্যায় না পড়েন। পরিবারের প্রতি নজর রাখা একজন ব্যক্তির একান্ত দরকার।
০৪. যে জিনিস হারিয়ে গেছে তার চিন্তা বাদ দিয়ে নতুন কিছু করার চেষ্টা করুন। পুরাতন জিনিস থেকে শিক্ষা নিতে পারেন কিন্তু অনুতাপ করে কোন লাভ নেই।
০৫. রাতে ঘুমানোর আগে আত্ম-সমালোচনা করুন। সারা দিনের কাজের একটা হিসেব মিলাতে পারেন। এতে কাজের গতি বাড়বে অপরদিকে মেধাও বাড়বে।
হাকিমী চিকিৎসা আর টোটকা বিদ্যা শিখতে আগ্রহী হলে ভিজিট করুন
০৬. কখনো নিজেকে ১০০% সঠিক ভাবতে যাবেন না। মানুষ মাত্রই ভুল। মানুষ ভুল করবেই। তাই নিজেকে পারফেক্ট পাবার দরকার নাই।
০৭. কারো সাথে তর্ক না করে তর্কে যেন না জড়াতে হয় সেদিকে অধিক খেয়াল রাখুন। তর্ক করে হয়ত আপনি জিতলেন কিন্তু ফলে ঐ ব্যক্তি আপনার দূরে সরে যেতে পারে।
০৮. কখনো কোনে ব্যাপারকে জটিল করে দেখবেন না। প্রতিটি বিষয়কে সরলভাবে চিন্তা করবেন। এতে মনে প্রশান্তি ফিরে আসবে।
০৯. সৃষ্টিকর্তাকে বিশ্বাস করুন। কোনো বস্তুই এমনি এমনি সৃষ্টি হয় নাই। প্রতিটা জিনিসের সৃষ্টিকর্তা হলেন আল্লাহ। আপনি যা পাবেন তা নিয়ে সন্তুষ্ট থাকুন। কারণ এটাই আপনার প্রাপ্য ছিল।
১০. সব সময় নিজেকে ব্যস্ত রাখুন। কথায় বলে অলস মস্তিস্ক শয়তানের কারখানা। কথাটি দ্রুব সত্য। কাজেই অহেতুক বসে না থেকে কোনো না কোনো কাজে মনোযোগ দিন। তাহলে আপনার ধ্যান-ধারণা এই কাজের দিকে থাকবে, স্বাস্থ্যও ভাল থাকবে।
neobux থেকে দৈনিক ফ্রি ২ ডলার ইনকাম করতে ভিজিট করুন
সালেহ আহমদ রনি সিলেট থেকে