আজব মানুষ গজব দুনিয়া এপিশুটে সবাইকে স্বাগতম। আজব মানুষ গজব দুনিয়া নিয়ে লেখা আজকে আলোচিত হবে মানুষের বহু রকমের কথা আর দৃষ্টিভঙ্গির। মানুষ কতই না বিচিত্র তা এই আর্টিকেলে কিছুটা অনুভব করা যাবে। নিচের বাক্যগুলো পড়ে নিন এখনই।
১. বেশ্যাকে ঘৃণা করে আবার রাতের আধারে বেশ্যাকে বুকে জড়িয়ে নেয়।
২. প্রেমে ছ্যাকা খেয়ে মেয়েদের গালাগালি দেয় কিন্তু কয়েক দিন পর সেই ছেলে আবার প্রেমে পড়ে।
৩. ব্যভিচারকে সবাই ঘৃনা করে তথাপি রাস্তায় থাকা পাগলিটার পেটে বাচ্চা আসে।
৪. পৃথিবীতে কেউ মরতে চায় না। তবুও মাত্র ১৬ বছর বয়সী ছেলে মেয়েটাকে বলে তোকে ছাড়া বাঁচবো নারে পাগলী।
৫. অতীত থেকে মানুষ শিক্ষা নেয়। তথাপি ফেইস বুকে মাত্র ১০ বছরের মেয়ে স্ট্যাটাস দেয় অতীত ভুলে যেতে চাই।
কতিপয় গোপনীয় কাজের সুন্নাত তরিকা জানতে ভিজিট করুন
৬. তরুনীদের অভিযোগ: পুরুষরা স্বার্থপর, পুরুষরা বিশ্বাসঘাতক।
৭. তরুনদের অভিযোগ: নারীরা ছলনাময়ী, নারীরা বেঈমান।
৮. পরের বোনকে বলে মাল আর নিজের বোনকে বলে কলিজা।
৯. পরের ভাইকে বলে লুচ্চা আর নিজের ভাইকে বলে ফেরেশতা।
১০. অন্যায় করা বা কারো জীবন ধবংশ করা কেউ চায় না। সবাই এই জঘন্য কাজকে ঘৃনা করি কঠোরভাবে। তবুও প্রতিদিন মেয়েদের অশ্লীল ভিডিও ফাঁস হয়। আর কারো না কারো জীবনে নেমে আসে আধাঁর ও কাল বৈশাখী ঝড়।
১১. প্রতিদিন কেউ ধর্ষিত হয়ে কেঁদে বুক ভাসায় আবার কেউ লাজ-লজ্জা ভুলে গিয়ে দেহের ক্ষুধা মেটায়।
১২. সবাই বলে থাকে দৃষ্টিভঙ্গি পাল্টান, জীবন বদলে যাবে। কিন্তু আমরাতো কাউকে বদলাতে দেখি না। কাকে দোষ দেবো বলেন?
১৩. পৃথিবীতে সবচেয়ে বেশী সত্য বলার শপথ নেওয়া হয় আদালতে। অথচ এই আদালতেই সবচেয়ে বেশি মিথ্যা কথা বলা হয়ে থাকে।
১৪. মা-বাবা পোলাদের মরলেও তেমন কষ্ট পায় না কিন্তু বিয়া করা বউ বাপের বাড়ি রাগ করে চলে গেলে মনে হয় তার চেয়ে বেশি কষ্টে দুনিয়ার আর কেউ নাই!
১৫. দুনিয়ার কেউই একজন ধর্ষিতা মেয়েকে বিয়ে করতে চায় না। কিন্তু পরের বউকে পালিয়ে নিয়ে বিয়ে করতে পারে।
১৬. যখন মাইয়াগোর সাথে মিথ্যা কথা বলবা তখন এক কথায় বিশ্বাস করবে। আর যখন সত্য বলবা তখন সন্দেহ করবে।
১৭. কি পোষ্ট কবর বুঝে আসে না। কোনো রোমান্টিক পোষ্ট করলে পাঠকরা মনে করে প্রেম করছি আবার দুঃখের পোষ্ট করলে ভাবে নিশ্চয়ই ছ্যাকা খেয়েছি।
১৮. পৃথিবীতে এমন কিছু কিছু মানুষ আছে যাদেরকে নিজের কলিজা কেটে রান্না করে খাওয়ালেও বলবে লবণ কম হইছে।
১৯. আগেকার দিনে রাজনীতিকরা বুদ্ধিজীবীদের পায়ের কাছে বসে থাকতেন। এখন বুদ্ধিজীবীরা রাজনীতিকদের পায়ের কাছে বসে থাকেন।
২০. মেয়েটার ব্রা এর ফিতে বেরিয়ে গেছে সতর্ক করে দিলাম বলে মেয়েটি আমাকে অভদ্র আর লুচ্চা বলে গালি দিল। আর এই ঘটনাটি জানতে না দিয়ে যারা হা করে তাকিয়ে তাকিয়ে মজা নিচ্ছিল তারাই হয়ে গেল ভদ্র আর চরিত্রবান। হ্যায় রে আজব মানুষ।
আজব মানুষ আজব দুনিয়ার আরো বিচিত্র কাহিনী পড়তে চাইলে ভিজিট করুন
লেখক: মুসা মিয়া, কানাইঘাট, সিলেট।