অনলাইনে লেখালেখি করে ইনকাম করার কতিপয় দিক নির্দেশনা
আপনার সব সময়ের সঙ্গী হাতের স্মার্টফোন বা মুভি দেখার কম্পিউটারটাই যদি হয়ে যায় আপনার অর্থ উপার্জনের স্থায়ী মাধ্যম তাহলে নিশ্চয় মন্দ হয় না। আর আপনি যদি পরের অধীনে কাজ না করে স্বাধীনভাবে আয় উপার্জন করতে পারেন তাহলে আপনার জীবনটা স্বাধীনচেতা হয়ে উঠবে তাই না? প্রতিটি মানুষ চায় কারো অধীনস্থ না থেকে নিজে নিজেই কোনো ভাল পেশায় জড়িত থাকা। আর এই জন্য অনলাইনে লেখালেখি করে ইনকাম করার পথটাই উত্তম। ক্যারিয়ার শুরু করার জন্য এই লেখাটিতে আমরা সরবরাহ করার চেষ্টা করব সঠিক দিক নির্দেশনা।
অনলাইনে লেখালেখি করে ইনকাম বা কন্টেন্ট রাইটিং করে বাংলাদেশে অনেকেই আয় করছেন। ইন্টারনেটে অর্থ উপার্জন করার একটি জনপ্রিয় উপায় হল লেখালেখি করা। বিভিন্ন ব্লগ বা ওয়েবসাইটের জন্য তথ্যবহুল ভাল কন্টেন্ট তৈরি করে পোষ্ট করার মাধ্যমে অনলাইনে ইনকাম করতে পারেন।
আপনি বিভিন্ন ব্লগে কোম্পানি, প্রতিষ্ঠান, ব্যক্তি, পন্য ইত্যাদি নিয়ে লিখতে পারেন। বিভিন্ন ধরনের লেখার জন্য কন্টেন্ট রাইটাররা বিভিন্ন পরিমাণে পারিশ্রমিক পেয়ে থাকেন। তবে সাধারণত কন্টেন্ট রাইটাররা ৫০০ শব্দের কন্টেন্ট এর জন্য ৫ ডলার বা তারও বেশি অর্থ পেয়ে থাকেন।
আপনি কন্টেন্ট লেখার কাজ পেতে ভিজিট করতে পারেন বিশ্বের বিখ্যাত সাইটগুলোতে-
বর্তমান সময়ে ব্লগিং খুবই জনপ্রিয় একটি কাজ। অনেক লোকই এই পেশার সাথে জড়িত আছেন। যেকোনো বিষয়ে আপনি ব্লগিং করতে পারেন। সেজন্য আপনাকে একটি ব্লগ আইডি খুলতে হবে। বর্তমান সময়ে “আমার সোনার বাংলা” ব্লগ সাইটটি অন্যতম। ব্লগারদের অনেক নিয়মের মধ্যে থেকে কাজ করতে হয়। সে জন্য ব্লগ সাইটের সর্ব প্রকার নিয়ম কানুন অনুসরণ করতে হয়।
এছাড়া বাংলাদেশী কয়েকটি সাইটের তালিকা দেয়া হল যেগুলোতে পোষ্ট লিখে ইনকাম করা যাবে।
এই সাইটগুলোতে পোষ্ট করার জন্য-
- পোষ্টে ৩০০ থেকে ৫০০ শব্দ থাকতে হবে।
- ২. ১৫০ স্পেসের শিরোনাম হতে হবে।
- ৩. নতুন ও তথ্যবহুল আর্টিকেল হতে হবে।
- ৪. লেখা কাট-কপি হলে চলবে না।
- ৫. লেখাটি একান্ত আপনারই হতে হবে।
প্রতিটি পোষ্টের জন্য সাইটগুলোতে টাকার পরিমাণ উল্লেখ করা আছে।
যোগাযোগ: মো: নজরুল ইসলাম, ০১৭১৬৩৮৬৯৫৮